ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টে দলের পারফরম্যান্স আশা জোগাচ্ছে ডাচ ফরোয়ার্ডকে।
Published : 01 Dec 2023, 10:19 PM
ইউরোপা লিগে দারুণ পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে লিভারপুল। প্রতিযোগিতাটিতে দল যেভাবে খেলছে, তাতে শেষ পর্যন্ত যাওয়ার ব্যাপারে আশাবাদী কোডি হাকপো। ইংলিশ ক্লাবটির এই ফরোয়ার্ডের বিশ্বাস, শিরোপা জয়ের জোর সম্ভাবনা আছে তাদের।
ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টের 'ই’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার রাতে লাস্ককে ৪-০ ব্যবধানে হারায় লিভারপুল। জোড়া গোল করেন হাকপো, অন্য দুটি গোল মোহামেদ সালাহ ও লুইস দিয়াসের।
পাঁচ ম্যাচে চার জয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ম্যাচের পর ২৪ বছর বয়সী হাকপো আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ইউরোপা লিগ জয়ের সামর্থ্য তাদের আছে।
“আমাদের দলের যে মান, তাতে আমাদের গ্রুপের শীর্ষেই থাকা উচিত। আমাদের এগিয়ে যেতে হবে, কারণ এই মৌসুমে আমাদের লক্ষ্য অনেক বড়। এটাই আসল কথা।
“আগেই যেমনটা বললাম, আমাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং আমি মনে করি, এই দক্ষতা দিয়ে আমরা অনেক ম্যাচ জিততে পারি।”
লিভারপুলের পরবর্তী ম্যাচ আগামী রোববার, প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে।