সান্তোসে পেলের কফিন, শ্রদ্ধা জানাতে মানুষের ভিড়

প্রিয় ক্লাবে শেষবারের মতো নিয়ে আসা হয়েছে ফুটবলের রাজাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2023, 04:02 PM
Updated : 2 Jan 2023, 04:02 PM

যেখানে খেলে কিংবদন্তি হয়ে ওঠার পথে যাত্রা শুরু হয়েছিল পেলের, সেই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে নিয়ে আসা হয়েছে তার কফিন। সেখানে ফুটবলের রাজাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেছে হাজারো মানুষ।   

ক্যান্সারের সঙ্গে লম্বা সময়ের লড়াইয়ের পর গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা ইতিহাসের একমাত্র ফুটবলার পেলে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সোমবার ভোরে তার কফিন আনা হয় সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে। 

স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাচ্ছেন সবাই। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত কফিন থাকবে পেলের প্রিয় মাঠে। এরপর সান্তোসের রাস্তায় হবে শেষ যাত্রা। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে একুমেনিকাল নেক্রপলিস মেমোরিয়ালে। 

শেষবারের মতো ছেলেকে দেখতে গেছেন শতবর্ষী মা সেলেস্তা, এসেছেন স্ত্রী মার্সিয়া আওকি, ছেলে এদিনিয়ো। শ্রদ্ধা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।