ইরাককে উড়িয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

পাঁচ ম্যাচের সবগুলো জিতেছেন তুহিন-মিজানুররা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2023, 12:07 PM
Updated : 18 March 2023, 12:07 PM

দুই দলের সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়েছিল আগেই। ইরাকের বিপক্ষে ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। সে লড়াইয়েও দাপুটে পারফরম্যান্স উপহার দিলেন তুহিন তরফদার-মিজানুর রহমানরা। টানা পঞ্চম জয় তুলে নিল বাংলাদেশ।

পল্টনের ভলিবল স্টেডিয়ামে শনিবার গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ২৮-১৩ পয়েন্টে।

পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা দল হয়ে সেমি-ফাইনালে উঠল বাংলাদেশ। গত দুই আসরের চ্যাম্পিয়ন লাল-সবুজ জার্সিধারীরা হ্যাটট্রিক শিরোপা জয় থেকে মাত্র দুই ধাপ দূরে।

গ্রুপ পর্বে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া ইরাক ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে উঠল সেরা চারের মঞ্চে।

পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরুর পর স্বাগতিকরা পরের দুই ম্যাচে আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে ও নেপালকে ৪০-২৪ পয়েন্টে হারায়। চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে হারিয়ে নিশ্চিত করেছিল সেমি-ফাইনাল খেলা।