মোবাইল ফোনে রিপ্লে দেখে গোল বাতিল রেফারির!

বিতর্কিত এই ঘটনার জেরে ম্যাচ শেষে পুলিশি নিরাপত্তায় মাঠ ছাড়তে হয় রেফারি মোহামেদ ফারুককে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2023, 01:09 PM
Updated : 18 March 2023, 01:09 PM

কত বিচিত্র ঘটনাই না ঘটে ফুটবল মাঠে। এবার তেমনই এক ঘটনার সাক্ষী হলো মিশরের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচ। যেখানে মোবাইল ফোনে রিপ্লে দেখে গোল বাতিলের সিদ্ধান্ত দিলেন রেফারি!

দ্বিতীয় সারির প্রতিযোগিতায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার নেই। সুয়েস ও আল-নাসরের শুক্রবারের ওই ম্যাচে রেফারি মোহামেদ ফারুক এক দর্শকের ফোন ব্যবহার করেন।

ম্যাচের শেষ দিকে সুয়েসের জালে বল পাঠায় আল-নাসর। দলটি ভেবেছিল তারা সমতা ফিরিয়েছে ম্যাচে। কিন্তু হ্যান্ডবলের আবেদন করে সুয়েসের খেলোয়াড়রা। এরপর দীর্ঘ সময় ফোনে ভিডিও পর্যালোচনার পর গোল দেননি রেফারি।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময় দেওয়া হয় ১৫ মিনিট। শেষ পর্যন্ত সুয়েস ম্যাচটি জিতে নেয় ৩-১ গোলে।

ম্যাচ শেষে আল-নাসরের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতিবাদের মুখে পুলিশি নিরাপত্তায় মাঠ ছাড়তে হয়েছে রেফারিকে। নিয়ম লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে আল-নাসর।