বার্সেলোনা ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি এখনও বুঝতে পারছেন না, তাকে কেন এত বেশি শাস্তি দেওয়া হয়েছে।
Published : 25 Dec 2022, 03:58 PM
নিষেধাজ্ঞার শাস্তি আগেই পেয়েছিলেন রবের্ত লেভানদোভস্কি। কিন্তু তিনি ও তার ক্লাব বার্সেলোনা আশায় ছিলেন, আপিলে তাদের জন্য সুখবর মিলবে। শেষ পর্যন্ত তা না হওয়ায় ভীষণ হতাশ পোলিশ তারকা।
বার্সেলোনা ফরোয়ার্ড এখনও ঠিক বুঝতেই পারছেন না, তাকে কেন এত বেশি শাস্তি দেওয়া হয়েছে। দলের পরের তিনটি ম্যাচ বেঞ্চে বসে দেখতে হবে ভেবেই খারাপ লাগছে তার।
বিশ্বকাপ বিরতির আগে গত ৮ নভেম্বর সবশেষ ম্যাচ খেলেছিল বার্সেলোনা। লা লিগায় ওসাসুনাকে ২-১ গোলে হারানোর ওই ম্যাচে প্রথমার্ধেই দুইবার হলুদ কার্ড দেখেন লেভানদোভস্কি।
দ্বিতীয় কার্ড পাওয়ার পর রেফারির উদ্দেশ্যে লেভানদোভস্কি ‘আপত্তিকর অঙ্গভঙ্গি’ করেছিলেন বলে অভিযোগ। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তখন তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে।
নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সেলোনার করা আপিলের রায় তাদের পক্ষে আসেনি বলে গত শুক্রবার জানানো হয়।
স্প্যানিশ ক্রীড়া পত্রিকা স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে, এত বেশি শাস্তি প্রসঙ্গে হতাশা প্রকাশ করেন তিনি।
“খুব কঠিন। কারণ আমার মনে হয়, আমি যা করেছি তার জন্য তিন ম্যাচ (নিষেধাজ্ঞা) নিশ্চিতভাবেই অনেক বেশি। এই কারণে তিন ম্যাচ খেলতে না পারা হবে কষ্টের।”
রেফারির উদ্দেশ্যে তিনি কোনোরকম ‘আপত্তিকর অঙ্গভঙ্গি’ করেননি বলেও দাবি করেন লেভানদোভস্কি।
“রেফারির সঙ্গে আমার কিছু হয়নি। তিন ম্যাচের যে নিষেধাজ্ঞা পেয়েছি, তার সঙ্গে রেফারির কোনো সম্পর্ক নেই। ওটা আমার আর কোচের মধ্যকার ব্যাপার ছিল। এটাই আমি বলতে পারি।”
“এক কিংবা দুই সপ্তাহ আগে শাভির সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন, রেফারির হলুদ কার্ড দেখানোর বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে। কী ঘটছে তিনি বুঝতে পারছিলেন না, তাকে বোঝানোর অঙ্গভঙ্গি ছিল সেটা। আমরা এটা নিয়ে কথা বলেছি এবং বিষয়টা ছিল আমার আর শাভির মধ্যে। (কী হলো) আমি কিছুই বুঝতে পারলাম না।”
বায়ার্ন মিউনিখ ছেড়ে চলতি মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়া লেভানদোভস্কি বিশ্বকাপ বিরতির আগে দারুণ ছন্দে ছিলেন। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে তার গোল ১৯ ম্যাচে ১৮টি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবলারদের মধ্যে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলে তার ওপরে স্রেফ কিলিয়ান এমবাপে (১৯) ও আর্লিং হলান্ড (২৪)।
বায়ার্নে গোলের বন্যা বইয়ে রেকর্ডের পর রেকর্ড গড়া লেভানদোভস্কি তার উজ্জ্বল ফর্ম ধরে রাখতে চান সামনেও। বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের বাকি সময় খেলে যাওয়ার ইচ্ছা ৩৪ বছর বয়সী এই ফুটবলারের।
“যতদিন পর্যন্ত আমি ফিট থাকব এবং শিরোপার জন্য ক্ষুধার্ত থাকব, আমি বার্সেলোনায় খেলব। আমাদের চ্যাম্পিয়নের মতো মানসিকতা হতে হবে।”
আগামী শনিবার এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে বার্সেলোনার শিরোপা পুনরুদ্ধারের অভিযান। লা লিগায় ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে তারা। স্রেফ ২ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।