লিগে ড্রয়ের দিন

অনেকটা সময় এগিয়ে যাওয়া গোল আগলে রেখেও জিততে পারেনি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2023, 03:13 PM
Updated : 13 May 2023, 03:13 PM

লিগের আগের দিন ছিল রোমাঞ্চে ঠাসা। এদিন একেবারেই ম্যাড়মেড়ে। মাঠে গড়িয়েছিল দুই ম্যাচ; জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি কেউই।

মুন্সিগঞ্জে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার ফর্টিসের বিপক্ষে ১-১ ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

অন্য ম্যাচে গোপালগঞ্জে শুরুতে এগিয়ে গেলেও জিততে পারেনি এএফসি উত্তরা। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।

জয়ের আশা সবচেয়ে বেশি জাগিয়েছিল রহমতগঞ্জ। দ্বিতীয় মিনিটে উলিসে দিয়ালোর গোলে এগিয়ে যায় তারা। ‘লিড’ তারা আগলে রেখেছিল ৭৪তম মিনিটে পর্যন্ত। পেনাল্টি থেকে ফর্টিসকে সমতায় ফেরার গাম্বিয়ান ফরোয়ার্ড গাইরা জফ।

গোপালগঞ্জে রোহিত সরকারের বাড়ানো বল জালে জড়িয়ে এএফসি উত্তরাকে ষোড়শ মিনিটে এগিয়ে নেন কলম্বিয়ান ফরোয়ার্ড রিকার্দ উরতাদো। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মুক্তিযোদ্ধা সংসদকে সমতার স্বস্তি এনে দেয় এমানুয়েল ইকেচুকুর গোল।

এ রাউন্ডের ড্রয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এএফসি উত্তরার। ১৪ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তলানিতে আছে তারা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ফর্টিস।

১৫ ম্যাচে ১৫ ও ১৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে মুক্তিযোদ্ধা সংসদ অষ্টম এবং রহমতগঞ্জ নবম স্থানে আছে।

লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডকে শুক্রবার ৩-২ গোলে হারিয়েছিল চট্টগ্রাম আবাহনী। এমন চমক উপহার দেওয়ার পরও বন্দরনগরীর দলটি লিগ টেবিলে ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।