জাতীয় দল ও ক্লাব মিলিয়ে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন কিলিয়ান এমবাপে।
Published : 26 Oct 2023, 03:00 AM
অক্টোবরের শুরুতেই নিউক্যাসল ইউনাইটেডের মাঠে বিপর্যস্ত হতে হয়েছিল। সেই ধাক্কা সামলে ঘরোয়া লিগে টানা দুই জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগেও কক্ষপথে ফিরল পিএসজি। দারুণ পারফরম্যান্সে এবার তারা হারিয়ে দিল এসি মিলানকে।
ইউরোপ সেরা মঞ্চে বুধবার ঘরের মাঠে ইতালিয়ান ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি।
কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর রন্দাল কোলো মুয়ানি ব্যবধান দ্বিগুণ করেন। আর শেষ দিকে জয় নিশ্চিত করা গোলটি করেন লি কাং-লি।
বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ শুরুর পর দ্বিতীয় ম্যাচে ইংলিশ ক্লাব নিউক্যাসলের মাঠে ৪-১ গোলে উড়ে যায় পিএসজি।
নিউক্যাসল অবশ্য তাদের সেই দাপট ধরে রাখতে পারেনি; ডর্টমুন্ডের বিপক্ষে ঘরের মাঠে হেরে গেছে ১-০ গোলে।
তিন রাউন্ড শেষে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে পিএসজি। ডর্টমুন্ড ও নিউক্যাসলের পয়েন্ট ৪, দুইয়ে আছে জার্মান দলটি। এখনও জয় না পাওয়া মিলান ২ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।
প্যারিসে দু’পক্ষই শুরু থেকে আক্রমণের চেষ্টা করছিল, তবে কোনো দলই সুবিধা করতে পারছিল না। ২১তম মিনিটে লক্ষ্যে প্রথম কোনো শটের দেখা মেলে। অবশ্য ডি-বক্সের বাইরে থেকে এমবাপের দুর্বল শট তেমন ভাবাতেই পারেনি মিলান গোলরক্ষককে।
এরপর একটু একটু করে খেলায় গতি বাড়তে থাকে। ৩০তম মিনিটে দারুণ নৈপুণ্যে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ান এমবাপে। দুজনের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন তিনি, তবে বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
এর দুই মিনিট পর আর ব্যর্থ হননি জাতীয় দল ও ক্লাব মিলিয়ে সবশেষ চার ম্যাচেই জালের দেখা পাওয়া এমবাপে। সাম্প্রতিক সময়ে নজর কাড়া ১৭ বছর বয়সী মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরির পাস ধরে বক্সে ঢুকেই একজনকে কাটিয়ে নিচু শট নেন এমবাপে, বল কাছের পোস্ট দিয়ে খুঁজে পায় ঠিকানা।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সতীর্থের লম্বা পাস ধরে বক্সে ঢুকে জালে বল পাঠান উসমান দেম্বেলে। তবে আক্রমণের শুরুতে মাঝমাঠে মিলানের মিডফিল্ডার ইউনুস মুসাহ ফাউলের শিকার হলে ভিএআর দেখে গোল দেননি রেফারি।
সফরকারীদের ওই স্বস্তি অবশ্য তিন মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। দেম্বেলের কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক মাইক মিয়াঁ, তবে বল হাতে রাখতে পারেননি তিনি। ফাঁকায় বল পেয়ে কাছ থেকে সহজেই ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড কোলো মুয়ানি।
অনেক চেষ্টার পর ৬৩তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিতে পারে মিলান। তবে বক্সের বাইরে থেকে ক্রিস্টিয়ান পুলিসিকের শট সোজাসুজি হওয়ায় অনায়াসে গ্লাভসে নেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।
সময় ফুরিয়ে আসছিল, তাই ৭০ মিনিটের পর আক্রমণে কিছুটা জোর দেয় মিলান। ৭৮তম মিনিটে দারুণ একটি সুযোগও তৈরি করে তারা; কিন্তু রাফায়েল লেয়াওয়ের পোস্ট ঘেঁষে নেওয়া শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান দোন্নারুম্মা।
পাল্টা আক্রমণে ৮২তম মিনিটে ম্যাচ শেষ করে দেওয়ার সুযোগ পেয়ে যান এমবাপে। তবে তার শট দারুণ ক্ষিপ্রতায় রুখে মিলানকে লড়াইয়ে রাখেন মিয়াঁ। বল হাত ছুঁয়ে পোস্টে লাগে।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে জাইরে-এমেরির পাস পেয়ে নিচু শটে ব্যবধান আরও বাড়ান দক্ষিণ কোরিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার কাং-ইন। জয় নিশ্চিত হয়ে যায় পিএসজির।
‘এইচ’ গ্রুপে জয় পেয়েছে বার্সেলোনা ও পোর্তো।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে ইউক্রেইনের শাখতার দোনেৎস্কে। আর বেলজিয়ামের দল আন্টওয়ের্পের মাঠে ৪-১ গোলে জিতেছে পর্তুগালের ক্লাব পোর্তো।
তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দুইয়ে পোর্তোর পয়েন্ট ৬। তৃতীয় স্থানে শাখতারের পয়েন্ট ৩।