২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর প্রতিযোগিতাটি থেকে এই প্রথম নিচের স্তরে নেমে গেলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
Published : 15 Jul 2023, 07:48 PM
পেশাদার লিগ বা প্রিমিয়ার লিগ নামে শীর্ষ লিগের পথচলা শুরু ২০০৭ সাল থেকে। এর প্রথম আসরে তৃতীয় হয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ। দুই মৌসুমে হয়েছিল রানার্সআপ। সেই তারাই এবার নিজেদের মেলে ধরতে পারেনি একটুও। প্রথমবারের মতো তারা লিগ থেকে অবনমিত হয়ে নেমে গেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে।
২০২২-২৩ মৌসুমে লিগের শিরোপা নিষ্পত্তি হয়েছে আগেই; বসুন্ধরা কিংস শুক্রবার সেরে নিয়েছে ট্রফি উৎসব। এখন চলছে স্থান নির্ধারণী ম্যাচগুলো।
অবনমন এড়ানোর ম্যাচে শনিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ। কিন্তু ২-১ গোলে হেরে যায় তারা। ধুঁকতে থাকা ঐতিহ্যবাহী দলটির অবনমন নিশ্চিত হয়ে যায় এই হারে।
লিগে অবশ্য এখনও এক ম্যাচ বাকি রয়েছে মুক্তিযোদ্ধা সংসদের, কিন্তু সেটি এখন মূল্যহীন। ১৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা উত্তরা এফসির অবনমন নিশ্চিত হয়েছিল আগেই। এবার ১৯ ম্যাচে চার জয়, তিন ড্র এবং ১২ হারের চড়া মাশুল দিয়ে ১৫ পয়েন্ট নিয়ে লিগ থেকে নেমে গেল মুক্তিযোদ্ধা সংসদ।
একই দিনে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে গোলশূন্য ড্র করে কোনো মতে অবনমন এড়িয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে পুরান ঢাকার দলটি। মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে অবনমন এড়ানোর লড়াই চলছিল মূলত রহমতগঞ্জেরই।
প্রিমিয়ার লিগ শুরুর পরের মৌসুমেই অবনমন অঞ্চলের কিনারে এসে দাঁড়িয়েছিল মুক্তিযোদ্ধা। ২০০৮-০৯ মৌসুমে কোনোমতে ১১ দলের মধ্যে দশম স্থানে থেকে তারা টিকে গিয়েছিল লিগে।
২০১০-১১ ও ২০১১-১২ মৌসুমে রানার্সআপ হওয়া মুক্তিযোদ্ধা সবশেষ ২০১৭-১৮ মৌসুমেও পড়েছিল অবনমনের শঙ্কায়। সেবারও ১ পয়েন্টে ব্যবধানে ফরাশগঞ্জের উপরে থেকে পার পেয়েছিল তারা।