মেয়েদের এককে টানা দুই ম্যাচে জয় পেয়েছেন বাংলাদেশের এই খেলোয়াড়।
Published : 08 Aug 2022, 12:19 AM
প্রথম ম্যাচে অনায়াস জয়ের পর দ্বিতীয়টিতে পাকিস্তানী প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়লেন সাদিয়া ইসলাম মৌ। শেষ পর্যন্ত অবশ্য ঘাম ঝরানো জয়ে ঠিকই ইসলামিক সলিডারিটি গেমসের টেবিল টেনিসের মেয়েদের এককে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন তিনি।
তুরস্কের কনিয়াতে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ইসলামিক সলিডারিটি গেমসের এরকম কিছু ইভেন্টের খেলা শুরু হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা।
টেবিল টেনিসে মেয়েদের এককে জিবুতির প্রতিযোগীর বিপক্ষে ৩-০ সেটে জেতেন মৌ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের আইকার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ সেটে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠেন তিনি।
গায়ানার প্রতিপক্ষের সঙ্গে ওয়াকওভার পাওয়া সোমা পরের ম্যাচে লড়বেন ক্যামেরুনের প্রতিযোগীর বিপক্ষে।
টেবিল টেনিসে ছেলেদের এককে বিবর্ণ বাংলাদেশ। মুহতাসিন আহমেদ হৃদয় শেষ গেমে ৫-২ ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ইরানের আফজালখন মাহমুদভের কাছে হেরে যান ৩-২ সেটে।
হৃদয়কে নিয়ে কমনওয়েলথ গেমসের দলগত টেনিসে বাংলাদেশকে কোয়ার্টার-ফাইনালে তোলা রামহীম বমের শুরুটাও হয়েছে হার দিয়ে। তাজিকিস্তানের সুলতানভের কাছে তিনি হেরেছেন ৩-০ সেটে।
বাংলাদেশ অলিম্পিক ফেডারেশন (বিওএ) জানিয়েছে, মেয়েদের হ্যান্ডবলে ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক তুরস্কের বিপক্ষে ৫১-১০ গোলে হেরেছে বাংলাদেশ।