জার্মান কাপে আবারও চ্যাম্পিয়ন লাইপজিগ

বুন্ডেসলিগা যুগে ষষ্ঠ দল হিসেবে প্রতিযোগিতাটির শিরোপা ধরে রাখল লাইপজিগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2023, 08:51 PM
Updated : 3 June 2023, 08:51 PM

জার্মান কাপের মুকুট ধরে রাখার হাতছানিতে দারুণ পারফরম্যান্স উপহার দিল লাইপজিগ। গোল করলেন ও করালেন ক্রিস্তোফা এনকুনকু। পাঁচবারের চ্যাম্পিয়ন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন হলো তারা।

জার্মানির দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় শনিবার ফাইনালে ২-০ গোলে জিতেছে লাইপজিগ। এনকুনকুর গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দমিনিক সোবোসলাই।

গোলশূণ্য প্রথমার্ধ শেষে বিরতির পরও কেটে যাচ্ছিল সময়। মিলছিল না গোলের দেখা। অবশেষে ডেডলক ভাঙে ৭১তম মিনিটে। ফরাসি মিডফিল্ডার এনকুনকুর শটে বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

আর নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে এনকুনকুর নিচু পাস পেয়ে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন হাঙ্গেরির অ্যাটাকিং মিডফিল্ডার সোবোসলাই।

গত মৌসুমে এই জার্মান কাপ জয়ের মধ্য দিয়েই ক্লাবের ইতিহাসে প্রথম কোনো বড় শিরোপার স্বাদ পেয়েছিল লাইপজিগ। সেই সাফল্যের ধারা তারা ধরে রাখল দারুণ পারফরম্যান্সে।