ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার হতাশা আছে মিকেল আর্তেতার। তবে এর মাঝেও তিনি দেখছেন ইতিবাচক দিক! ইউরোপা লিগ থেকে বিদায় নেওয়ার পর আর্সেনাল কোচ আকঁড়ে ধরলেন প্রিমিয়ার লিগকে। তার মনে হচ্ছে, এখন লিগ শিরোপার লড়াইয়ে আরও বেশি মনোযোগ দিতে পারবে আর্সেনাল।
শেষ ষোলোর দ্বিতীয় লেগে গত বৃহস্পতিবার আর্সেনাল ও স্পোর্তিং লিসবনের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্তেতার দলকে বিদায় করে দেয় পর্তুগিজ ক্লাবটি।
এতে চলতি মৌসুমে তিনটি প্রতিযোগিতা থেকে ছিটকে গেল আর্সেনাল। তারা এখন টিকে আছে কেবল প্রিমিয়ার লিগের লড়াইয়ে। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটির চোখ এখন ২০০৪ সালের পর তাদের প্রথম লিগ জয়ের দিকে।
লিগ সেরার লড়াইয়ে আর্সেনালের সামনে এখন ম্যাচ রয়েছে ১১টি। এর প্রথমটি আগামী রোববার, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।
স্পোর্তিং ম্যাচের পর আর্সেনালের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আর্তেতা তুলে ধরেন তার দলের বাস্তবতা। স্প্যানিশ এই কোচ বলেন, তাদের সব মনোযোগ এখন কেবল লিগের বাকি ম্যাচগুলোর দিকে।
“এটি একটি বড় ধাক্কা, তবে তা মৌসুমের পরিষ্কার একটা চিত্র নিয়ে এসেছে। এখন ১১টি ম্যাচের জন্য লড়তে হবে, ১১টি প্রিমিয়ার লিগের ম্যাচ এবং ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে একটি বড় ফাইনাল (ম্যাচ) রয়েছে। মনোযোগ সেখানে থাকতে হবে, আজ রাতের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।”
“আমাদের এখান থেকে শিখতে হবে, তবে সবচেয়ে ভালো ব্যাপার হল এখন প্রতিক্রিয়া দেখানো এবং একই নিবেদন প্রদর্শন করা, আরও বেশি মান দেখানো এবং প্যালেসকে হারাতে তাদের বিপক্ষে আরও ভালো খেলা।”