১০ জনের আথলেতিকোকে হারিয়ে লিবের্তাদোরেসের চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো

প্রথমার্ধের যোগ করা সময়ের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ফ্লামেঙ্গো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2022, 09:27 AM
Updated : 30 Oct 2022, 09:27 AM

দশজনের দলে পরিণত হওয়ার একটু পরই গোল হজম করল আথলেতিকো পারানাইনসে। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ব্যবধান ধরে রেখে কোপা লিবের্তাদোরেসের শিরোপা জিতল ফ্লামেঙ্গা। 

মনুমেন্তাল স্টেডিয়ামে অল ব্রাজিলিয়ান ফাইনালে শনিবার ১-০ গোলে জিতেছে ফ্লামেঙ্গো। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন গাব্রিয়েল বারবোসা। 

৪৩তম মিনিটে পেদ্রো হেনরিক দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আথলেতিকো। এরপরই এভেরতন রিবেইরোর ক্রসে লক্ষ্যভেদ করেন গাবিগোল নামে পরিচিত সাবেক ইন্টার মিলান ফরোয়ার্ড। 

একমাত্র গোলটি আগলে রাখায় দারুণ ভূমিকা ছিল দাভিদ লুইসের। চেলসির এই সাবেক ডিফেন্ডার ফ্লামেঙ্গোর রক্ষণ সামলেছেন অসামান্য দৃঢ়তায়। আক্রমণেও ভালো করেছে তারা। তবে ৭০ শতাংশের বেশি সময় বলের নিয়ন্ত্রণ রেখে দলটি গোলের উদ্দেশ্যে ১৫টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে কেবল চারটি। 

ব্রাজিলের সাবেক ও আথলেতিকো বর্তমান কোচ লুইস ফেলিপে স্কলারির জন্য হতাশা দিয়ে শেষ হলো আসরটি। ২০০৫ সালের পর আবারও লিবের্তাদোরেসের শিরোপার খুব কাছে এসে খালি হাতে ফিরল আথলেতিকো। সেবারও ফাইনালে হেরেছিল দলটি।