বর্ণবাদ রুখতে সর্বোচ্চ শাস্তির প্রয়োগ দেখতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
Published : 15 Jun 2023, 05:56 PM
ফুটবলে বর্ণবাদ বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সে লক্ষ্যে একটি বর্ণবাদ বিরোধী কমিটির ঘোষণা দিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যার নেতৃত্বে থাকবেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।
বার্তা সংস্থা রয়টার্সকে বৃহস্পতিবার বিষয়টি জানান ইনফান্তিনো।
সাম্প্রতিক মাসগুলোতে লা লিগায় অনেকবার বর্ণবাদের শিকার হন ভিনিসিউস। সবশেষ গত মে মাসে ভালেন্সিয়ার মাঠে এর পুনরাবৃত্তি ঘটলে সোচ্চার হয় পুরো ফুটবল বিশ্ব। ২২ বছর বয়সী এই ফুটবলারের সমর্থনে এগিয়ে আসেন ব্রাজিল সরকার, ফিফা থেকে শুরু করে সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে আগামী শনিবার স্পেনের বার্সেলোনায় গিনির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বৃহস্পতিবার ভিনিসিউস ও ব্রাজিল দলের সঙ্গে বৈঠক করেন ইনফান্তিনো।
এরপর তিনি সাংবাদিকদের বলেন, বর্ণবাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার এটাই সময়।
“ফুটবলে আর কোনো বর্ণবাদ থাকবে না। যখনই এমন কিছু হবে, তখনই ম্যাচ বন্ধ করা উচিত। যথেষ্ট হয়েছে।”
“আমি ভিনিসিউসকে খেলোয়াড়দের নিয়ে গড়া এই কমিটির নেতৃত্ব দিতে বলেছি, যারা বর্ণবাদের বিরুদ্ধে কঠিন শাস্তির সুপারিশ করবে। পরবর্তীতে যা বিশ্বজুড়ে সব ফুটবল কর্তৃপক্ষ প্রয়োগ করবে।”
৫৩ বছর বয়সী ইনফান্তিনো মনে করেন, সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।
“আমাদের খেলোয়াড়দের কথা শুনতে হবে এবং নিরাপদ পরিবেশে কাজ করার জন্য তাদের কী প্রয়োজন, তা জানতে হবে। বিষয়টি নিয়ে আমরা খুবই সিরিয়াস।”
“আমাদের কঠিন শাস্তির প্রয়োগ দরকার। আমরা ফুটবলে আর বর্ণবাদ মেনে নিতে পারি না। ফিফার সভাপতি হিসেবে আমি এই প্রসঙ্গে ভিনিসিউসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলা দরকার বলে অনুধাবন করি।”