মাস দেড়েক আগেও প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনায় এগিয়ে ছিল আর্সেনাল। দীর্ঘ প্রায় দুই দশক পর আবার লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু একের পর এক ব্যর্থতায় সেই সম্ভাবনা প্রায় শেষ। গাণিতিকভাবে এখনও সুযোগ আছে বটে, কিন্তু দলটির অধিনায়ক মার্টিন ওডেগোর অতটা নাটকীয়তার সম্ভাবনা দেখছেন না।
এবারের লিগে শুরু থেকে দারুণ খেলে আর্সেনাল এগিয়ে যাচ্ছিল শিরোপার দিকে। গত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তাদের পথ হারানোর শুরু। টানা তিন ড্রয়ের পর হেরে বসে ম্যানচেস্টার সিটির মাঠে। শিরোপাভাগ্যও তাতে চলে যায় পেপ গুয়ার্দিওলার দলের হাতে।
চার ম্যাচের ওই হতাশা ঝেড়ে ফেলে পরের দুটি ম্যাচ জিতলেও সবশেষ রোববার রাতে আর্সেনাল ৩-০ গোলে হেরে বসে ব্রাইটনের বিপক্ষে। সব মিলিয়ে লিগে সবশেষ সাত ম্যাচে দলটির জয় কেবল দুটি।
সেখানে কয়েক মাস ধরে অদম্য গতিতে ছুটছে সিটি। ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের দুয়ারে পৌঁছে গেছে দলটি। এক ম্যাচ বেশি খেলে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
বাকি তিন ম্যাচের একটিতে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে সিটি। আবার আগামী শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে যদি আর্সেনাল হেরে যায়, তাহলে ফের মাঠে নামার আগেই শিরোপা নিশ্চিত হবে গুয়ার্দিওলার দলের।
দল যেভাবে পথ হারিয়ে ফেলেছে, তাতে অবিশ্বাস্য কোনো নাটকীয়তার আশা করতে পারছেন না ওডেগোর। ব্রাইটন ম্যাচের পর স্কাই স্পোর্টসকে নরওয়ের এই ফুটবলার বলেন, বাস্তবতা মেনে নিতে হবে তাদের।
“মনে হচ্ছে (শিরোপার সম্ভাবনা শেষ)। আমার চোখে, এখন আমাদের শিরোপা জেতা খুব খুব কঠিন। নিজেদের চিন্তাভাবনায় আমাদের সৎ হতে হবে, বিষয়টা যদিও মেনে নেওয়া কঠিন।”
“এই মুহূর্তে অনুভূতি ভালো নয়। (ব্রাইটনের বিপক্ষে) আমরা যেভাবে খেলেছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে, সত্যি বলতে আমি জানি না কী হয়েছিল। অনেক বড় হতাশা। হ্যাঁ, মনে হচ্ছে এখন আর কোনো আশা নেই।”