১৬ বছর পর ফ্লুমিনেন্সে ফিরলেন মার্সেলো

ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তি করেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2023, 09:29 AM
Updated : 25 Feb 2023, 09:29 AM

ফ্লুমিনেন্সেই তার বেড়ে ওঠা। পেশাদার ফুটবলের আঙিনায়ও পথচলা শুরু। ইউরোপের ফুটবল মাতিয়ে ১৬ বছর পর সেই চেনা উঠোনেই ফিরলেন মার্সেলো। শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের যোগ দিলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

ফ্লুমিনেন্সে অভিজ্ঞ লেফট ব্যাক মার্সেলোর চুক্তি ২০২৪ সালের শেষ পর্যন্ত।

ফ্লুমিনেন্সের যুবদল থেকে উঠে ২০০৫ সালে সিনিয়র দলে অভিষেক হয় মার্সেলোর। পরের দুই বছর সেখানেই খেলেন তিনি।

২০০৭ সালে ১৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান মার্সেলো। দীর্ঘ পথচলায় হয়ে ওঠেন ক্লাব গ্রেট। ১৫ বছরে দলটির হয়ে রেকর্ড ২৫টি শিরোপা জেতেন তিনি। মাদ্রিদের ক্লাবটিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪৬ ম্যাচ খেলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

রিয়ালের সঙ্গে চুক্তি শেষের পর গত সেপ্টেম্বর ফ্রি ট্রান্সফারে অলিম্পিয়াকোসে যোগ দেন মার্সেলো। গ্রীসের শীর্ষ লিগে মাত্র পাঁচটি ম্যাচ খেলার পর গত ১৮ ফেব্রুয়ারি ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি।

এবার ফিরলেন চেনা আঙিনায়। ব্রাজিলের সেরি আয় গত মৌসুমে তৃতীয় হয়েছিল ফ্লুমিনেন্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ফ্লুমিনেন্সে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় মার্সেলো লিখেছেন, “যেখানে সব কিছুর শুরু হয়েছিল সেখানেই ফিরেছি।”