Published : 17 Aug 2023, 07:11 PM
কাদিস ম্যাচের আগে চোটের ছোবল বার্সেলোনা দলে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রোনাল্দ আরাউহো। ফলে লা লিগায় কাতালান ক্লাবটির আসছে ম্যাচে উরুগুয়ের এই ডিফেন্ডারের খেলা নিয়ে জেগেছে সংশয়।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বৃহস্পতিবার আরাউহোর চোটের খবর জানিয়েছে বার্সেলোনা। তিনি কীভাবে চোট পেয়েছেন বা কবে ফিরতে পারেন, তা উল্লেখ করা হয়নি।
আগামী রোববার কাদিসের বিপক্ষে খেলবে শাভি এর্নান্দেসের দল। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে লিগে গত রোববার গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। ওই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন ২৪ বছর বয়সী আরাউহো।
গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১টি ম্যাচ খেলেন আরাউহো।