জার্মান ফুটবল
বায়ার্ন মিউনিখের প্রথম পছন্দের দুই গোলরক্ষক আপাতত মাঠের বাইরে থাকায় বিকল্প ভাবতে হচ্ছে কোচ ভিনসেন্ট কোম্পানিকে।
Published : 07 Mar 2025, 07:56 PM
মানুয়েল নয়ার ও ডেনিয়েল পেরেটসের চোটে এবার বুন্ডেসলিগাতেও অভিষেক হতে যাচ্ছে ইয়োনাস উরবিগের। দলের তৃতীয় পছন্দের গোলরক্ষকের ওপর আস্থা রাখছেন বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে থাকা দলের পোস্ট সামলানোর সামর্থ্য উরবিগের মাঝে দেখছেন তিনি।
বুন্ডেসলিগার ম্যাচে শনিবার বোহমের বিপক্ষে খেলবে বায়ার্ন।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে বায়ার লেভারকুজেনের বিপক্ষে একটি গোল উদযাপন করতে গিয়ে পায়ে চোট পান নয়ার। অভিজ্ঞ গোলরক্ষকের জায়গা ম্যাচের বাকি অংশে খেলেন ২১ বছর বয়সী উরবিগ। বায়ার্নের হয়ে অভিষেকে কোনো গোল হজম করেননি তিনি।
কিডনির সমস্যায় গত জানুয়ারি থেকে মাঠের বাইরে আছেন পেরেটস। নয়ারও ছিটকে যাওয়ায় উরবিগই এখন কোম্পানির ভরসা। শুক্রবার বায়ার্ন কোচ বলেছেন, তরুণ গোলরক্ষকের ওপর পূর্ণ আস্থা আছে তাদের।
“আমার ধারণা, সেরে ওঠতে আন্তর্জাতিক বিরতি পর্যন্ত সময় লেগে যেতে পারে মানুয়েলের। তবে আমরা জানি না, হয়তো আরও বেশি দিন সময়ই লেগে যেতে পারে। আমরা খুশি যে সামনে একটা বিরতি আছে। আমার মনে হয়, এটা আমাদের সাহায্য করবে।”
“ইয়োনাসের ওপর আমি কোনো চাপ তৈরি করতে চাই না। অনুশীলন ও ম্যাচে এখন পর্যন্ত সে সবকিছু ঠিকঠাক করেছে। এটা তাকে আত্মবিশ্বাস যোগাবে… সে প্রতিভাবান এবং তার ওপর আমাদের আস্থা আছে।”
কোলন ছেড়ে গত জানুয়ারিতে সাড়ে চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দেন উরবিগ।
আট পয়েন্টে এগিয়ে থেকে বুন্ডেসলিগায় শীর্ষে আছে বায়ার্ন। পরের ম্যাচের প্রতিপক্ষ বোহম আছে ১৬ নম্বরে।
রেলিগেশন প্লে-অফ পজিশনে থাকা দলটিকে নিয়ে সাবধানী কোম্পানি। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমন হওয়া বার্নলির কোচ ছিলেন তিনি। সেই অভিজ্ঞ থেকে সহজ ম্যাচ আশা করছেন না বেলজিয়ান কোচ।
“গত মৌসুমে আমি অবনমন এড়ানোর লড়াইয়ে ছিলাম। আমি জানি, অবনমনের অভিজ্ঞতা সম্পন্ন একটা দল এই ধরনের ম্যাচের জন্য সপ্তাহজুড়ে কীভাবে প্রস্তুতি নেয়।”
“আপনি ছোট দল হয়ে ম্যাচে দেখতে যাবেন না বায়ার্ন কত ভালো দল হতে পারে। আপনাকে প্রতিটি কর্নার, প্রতিটি দ্বৈরথ, প্রতিটি বলের জন্য লড়াই করতে হবে।”