ইংলিশ ফুটবল
Published : 28 Apr 2025, 05:15 PM
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শুরু হয়ে গেছে শিরোপা উৎসবের পালা। যেখানে সবশেষ টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের রেকর্ড ছুঁয়েছে লিভারপুল। দলটির এই সাফল্যের কারিগরদের একজন মোহামেদ সালাহ বিশেষ এই উপলক্ষের দিনেও পেয়েছেন জালের দেখা।
ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড বইয়ে যোগ হয়েছে আরও নতুন কিছু তথ্য-উপাত্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।
২০ ও ২
ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ২০ বার চ্যাম্পিয়ন হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড ছুঁয়েছে লিভারপুল। ১৩টি শিরোপা নিয়ে তালিকার দুইয়ে আছে আর্সেনাল, ১০টি ম্যানচেস্টার সিটি ও এভারটন ৯টি।
অবশ্য প্রিমিয়ার লিগ যুগে লিভারপুলের এটা কেবল দ্বিতীয় শিরোপা। ইতিহাসের কেবল সপ্তম দল হিসেবে আসরে চারটি ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হলো আর্না স্লটের দল, এবং ২০১৭-১৮ আসরের (ম্যানচেস্টার সিটির) পর এপ্রিলেই শিরোপা ঘরে তুলল তারা।
৬, ৪ ও ১
ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে গত জুনে লিভারপুলের দায়িত্ব নেওয়া আর্না স্লট ষষ্ঠ প্রধান কোচ হিসেবে কোনো ক্লাবে প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ শিরোপার স্বাদ পেলেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন আন্তোনিও কন্তে, ক্লাওদিও রানিয়েরি, মানুয়েল পেল্লেগ্রিনি, কার্লো আনচেলত্তি ও জোসে মরিনিয়ো।
দিনের হিসাবে চতুর্থ দ্রুততম সময়ে প্রিমিয়ার লিগ জয়ের কীর্তি গড়লেন স্লট, ৩৩০ দিনে। তার আগে এই তালিকায় আছেন রানিয়েরি ২৯৪ দিনে, কন্তে ৩০৫ দিনে ও আনচেলত্তি ৩১২ দিনে।
প্রথম ডাচ কোচ হিসেবেও প্রিমিয়ার জয়ের ইতিহাস গড়লেন ৪৬ বছর বয়সী স্লট।
১৫+
লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল লিভারপুল। তাদের চেয়ে বেশি পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জয়ের কীর্তি আছে মাত্র তিনটি দলের।
২
লিভারপুল চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর, আর্সেনাল এখন টানা তৃতীয় মৌসুমে রানার্সআপ হতে পারে। এর আগেও একবার এমন অভিজ্ঞতা হয়েছে তাদের; ১৯৯৮-৯৯, ১৯৯৯-২০০০ ও ২০০০-০১ মৌসুমে। তার পরের মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল ক্লাবটি।
৫
প্রিমিয়ার লিগ যুগে ম্যানচেস্টার ইউনাইটেডের (১৩ বার) পর চতুর্থ দল হিসেবে একাধিক শিরোপা জিতল লিভারপুল; ম্যানচেস্টার সিটি, চেলসি ও আর্সেনাল।
৪৬
টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে শিরোপা নিশ্চিত করা জয়ের ম্যাচেও জালের দেখা পেয়েছেন মোহমেদ সালাহ। দারুণ ছন্দে এগিয়ে চলার পথে মিশরের এই স্ট্রাইকার এবারের লিগে সরাসরি মোট ৪৬ গোলে অবদান রেখেছেন (২৮ গোল ও ১৮ অ্যাসিস্ট)। প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ গোল+অ্যাসিস্ট হিসেবে অ্যান্ডি কোল ও অ্যালান শিয়েরারের চেয়ে মাত্র একটি কম সালাহর।
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১৮৫ গোল নিয়ে সের্হিও আগুয়েরোকে ছাড়িয়ে পাঁচ নম্বরে আছেন সালাহ। এক গোল কম নিয়ে ছয়ে নেমে গেছেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার।
১
এবারই প্রথম আসরের চার রাউন্ড বাকি থাকতেই অবনমনের তিনটি দল নিশ্চিত হয়ে গেছে; ইপ্সউইচ টাউন, লেস্টার সিটি ও সাউথ্যাম্পটন। এছাড়া এবারই প্রথম মে মাস শুরুর আগেই এমন কিছু দেখা গেল।