দাবা
গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের রেকর্ড ভেঙে দেশের সবচেয়ে কম বয়সী ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছেন এই কিশোর।
Published : 05 Oct 2024, 04:18 PM
দুটি নর্ম আগেই পেয়েছিলেন, বাকি একটি নর্ম মনন রেজা নীড় পেয়ে গেলেন হাঙ্গেরির প্রতিযোগিতা থেকে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদকে ছাড়িয়ে দেশের সবচেয়ে কম বয়সী ইন্টারন্যাশনাল মাস্টারের ‘রেকর্ড’ নিজের করে নিলেন এই কিশোর।
সিক্স ডেইজ বুদাপেস্ট টু ইয়ারস-২০২৪ জিএম-এ টুর্নামেন্টে অষ্টম রাউন্ডে ভারতের ইন্টারন্যাশনাল মাস্টার সামবিত পান্দাকে হারান মনন। আট খেলায় তার পয়েন্ট ৬; তাতে ইন্টারন্যাশনাল মাস্টার হওয়ার তৃতীয় নর্মটিও পাওয়া নিশ্চিত হয়ে যায়।
১৯৬৬ সালের ১৩ মে জন্ম নেওয়া নিয়াজ ইন্টারন্যাশনাল মাস্টার হন ১৯৮১ সালের ১৩ অক্টোবর। তখন তার বয়স ছিল ১৫ বছর ৫ মাস। ২০১০ সালের ১৮ জুনে জন্ম নেওয়া মনন ১৪ বছর ৩ মাস বয়সেই হয়ে গেলেন ইন্টারন্যাশনাল মাস্টার।
ইন্টারন্যাশনাল মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্মের প্রয়োজন পড়ে। মননের বর্তমান রেটিং ২৪১৭। তৃতীয় নর্মটি পাওয়ায় নারায়ণগঞ্জের এই কিশোর এখন ইন্টারন্যাশনাল মাস্টার খেতাবধারী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন আর্বিটর হারুনুর রশীদ।
“দুটি নর্ম মনন আগে পেয়েছিল। এখানে এসেও শুরু থেকে ভালো খেলছিল সে। অষ্টম রাউন্ডে ভারতের প্রতিযোগীর বিপক্ষে জেতায় তৃতীয় নর্মটিও সে পেয়ে গেছে। সে এখন ইন্টারন্যাশনাল মাস্টার।”
বাংলাদেশে ইন্টারন্যাশনাল মাস্টারের সংখ্যা দাঁড়াল পাঁচ জনে। জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ ফাহাদ রহমান- এই চার জন আগেই ইন্টারন্যাশনাল মাস্টার হন।