অনেক সুযোগ হারিয়ে লিগে প্রথমবার গোল করতে ব্যর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেসরা।
Published : 14 Apr 2025, 10:07 AM
ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের পর দারুণ কিছু সুযোগ তৈরি করলেন লিওনেল মেসি। আশাহত হলেন প্রতিবার। ক্রসবারে লেগে ফেরত এলো আর্জেন্টাইন মহাতারকার দুটি ফ্রি-কিক। লুইস সুয়ারেস জালে বল পাঠালেও অফসাইডে তা বাতিল হলো। বারবার সুযোগ হারিয়ে ড্র করে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারের ম্যাচে রোববার রাতে শিকাগো ফায়ারের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইন্টার মায়ামি।
পূর্ণশক্তির দল নিয়ে নেমেও চলতি লিগে এই প্রথম গোল করতে পারলেন না মেসি, সুয়ারেসরা। টানা দুই ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারালেন তারা।
ম্যাচে মায়ামির মতো শিকাগোও পায় একের পর এক সুযোগ। দুই দলের গোলরক্ষকই মূলত ম্যাচের নায়ক। সব মিলিয়ে সাতটি শট ঠেকান মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি। শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডি থামান তিনটি শট।
ঢিমেতালে শুরু হওয়া ম্যাচের শুরুতেই ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শট নেন মেসি। দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ব্র্যাডি। প্রথমার্ধের শেষ দিকে বক্সের মুখে ফাঁকায় বল পেয়েও কাজে লাগাতে পারেননি সুয়ারেস।
৬৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির ফ্রি-কিকে কোনোমতে আঙুল ছুঁইয়ে দেন ব্র্যাডি। ক্রসবারে লেগে আশাহত হন আর্জেন্টাইন জাদুকর।
২০ মিনিট পর কর্নার স্পটের কাছ থেকে নেওয়া মেসির ফ্রি-কিকে কিছুই করতে পারেননি ব্র্যাডি। কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। দ্বিতীয়বারের মতো হতাশায় পোড়ে মায়ামি।
পরের মিনিটে মেসির লম্বা করে এগিয়ে দেওয়া বলে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন সুয়ারেস। কিন্তু তিনি বলে পা ছোঁয়ানোর আগেই অফসাইডের বাঁশি বাজান রেফারি।
ম্যাচের শেষ বাঁশি বাজার আগে মায়ামির রক্ষণে কাঁপন ধরান জোনাথান বাম্বা। তবে উস্তারির দৃঢ়তায় বেঁচে যায় মায়ামি।
সব মিলিয়ে ঘরের মাঠে দাপুটে ফুটবলই খেলে শিকাগো। গোলের জন্য ১৬টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে মায়ামির ১০ শটের ৩টি ছিল লক্ষ্যে।
এখন পর্যন্ত সাত ম্যাচে চার জয়, তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের চার নম্বরে আছে মায়ামি। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে আটে শিকাগো।