২০২০ সালের ১৩ জানুয়ারি রুহুল আমিন জয় আদালতে ভুয়া খোলা তালাকের জাবেদা নকল দাখিল করেন।
Published : 15 Apr 2025, 08:20 PM
আদালতে খোলা তালাকের ভুয়া জাবেদা নকল দাখিলের মামলায় এক ব্যক্তিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রায় দেন।
রায়ে আসামি মো. রুহুল আমিন জয়কে দণ্ডবিধির ৪৬৮ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকার অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আর দলিলটি জাল জানার পরও প্রকৃত বলে ব্যবহার করায় জন্য দণ্ডবিধির ৪৭১ ধারায় দুই বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
উপস্থাপিত ভুয়া খোলা তালাকের পক্ষে আদালতে সাফাই সাক্ষ্যদাতা হাবিবুর রহমান, মো. জসিম ও মুশিয়ার রহমানের বিরুদ্ধে মামলা করার আদেশ দিয়েছে আদালত।
সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সসহকারি আনিস আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
২০২০ সালের ১৩ জানুয়ারি রুহুল আমিন জয় আদালতে ভুয়া খোলা তালাকের জাবেদা নকল দাখিল করেন। এটি ভুয়া প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।
পরে জাল-জালিয়াতির অভিযোগে আদালতে মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এখলাছ উদ্দিন আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
আদালত ৮ জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছে।