উয়েফা নেশন্স লিগ
ক্রোয়েশিয়ার বিপক্ষে নিখুঁত এক ভলিতে প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ তারকা।
Published : 06 Sep 2024, 01:52 AM
মাঠে বল গড়ানোর আগে, গ্যালারিতে দর্শকদের হাতে দেখা গেল ‘৯০০ রোনালদো’ লেখা প্ল্যাকার্ড। সমর্থকদের আবদার মেটাতে খুব বেশি সময় নিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। নিখুঁত এক ভলিতে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা।
লিসবনে বৃহস্পতিবার রাতে নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার জালে ব্যবধান দ্বিগুণ করা গোলে অনন্য কীর্তিটি গড়েন রোনালদো।
৩৪তম মিনিটে ছয় গজ বক্সে ক্রস বাড়ান নুনো মেন্দেস, আর প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে এগিয়ে ভলিতে ঠিকানা খুঁজে নেন রোনালদো।
জুন-জুলাইয়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনালদো, জালের দেখা পেলেন ইউরো শেষের ঠিক পরের ম্যাচেই। কিন্তু, মহাদেশ সেরার লড়াইয়ের এবারের আসর তার জন্য ছিল চরম হতাশার, পাঁচ ম্যাচে একবারও যে জালের দেখা পাননি তিনি।
তবে ৩৯ বছর বয়সেও তিনি যে প্রতিপক্ষের জন্য ভীষণ ভয়ঙ্কর, তারই প্রমাল মিলল আবার। আগে থেকেই আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা রোনালদো। জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ১৩১টি।
বাকি ৭৬৯টি গোল তিনি করেছেন পাঁচ ক্লাবের হয়ে; স্পোর্তিং (৫), ম্যানচেস্টার ইউনাইটেড (১৪৫), রেয়াল মাদ্রিদ (৪৫০), ইউভেন্তুস (১০১) ও আল নাস্রের (৬৮) হয়ে।