উয়েফা নেশন্স লিগ
নেশন্স লিগের নতুন আসরের শুরুটা সুখকর হলো না শিরোপাধারীদের।
Published : 06 Sep 2024, 02:42 AM
শুরুর বিবর্ণতা কাটিয়ে একের পর এক আক্রমণ শাণাল স্পেন। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা কিছুতেই পেল না তারা। কখনও তাদের সামনে বাধা হয়ে দাঁড়ালেন সার্বিয়ার গোলরক্ষক, কখনও শট হলো লক্ষ্যভ্রষ্ট। উয়েফা নেশন্স লিগের নতুন আসরের শুরুটা তাই মোটেও ভালো হলো না শিরোপাধারীদের।
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বৃহস্পতিবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
গত জুলাইয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের পর প্রথমবার মাঠে নেমে জয়ের দেখা পেল না লুইস দে লা ফুয়েন্তের দল।
পুরো ম্যাচে ৭৩ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য স্পেন শট নেয় মোট ২১টি, যার ৫টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, সার্বিয়ার ৯ শটের কেবল একটি ছিল লক্ষ্যে।
স্পেনের শুরুটা ছিল মন্থর। বল দখলে রেখে কাটিয়ে দিতে থাকে সময়। বিপরীতে, প্রথম ১০ মিনিটে দুবার তাদের রক্ষণে ভীতি ছড়ায় সার্বিয়া, তারাও অবশ্য প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষায় ফেলার মতো কিছু করতে পারেনি।
২৪তম মিনিটে বক্সের বাইরে থেকে মার্তিন জুবিমেন্দির নিচু শট ঠেকান সার্বিয়ার গোলরক্ষক প্রেদ্রাগ রাইকোভিচ। দুই দল মিলিয়ে লক্ষ্যে প্রথম শট এটিই।
৩২তম মিনিটে ভালো একটি সুযোগ পান স্পেনের পেরেস। ডান দিক থেকে দানি ওলমোর পাসে বক্সের ভেতর থেকে তার ডান পায়ের শট ঠেকান রাইকোভিচ।
দুই মিনিট পর সুবর্ণ সুযোগ হারান সার্বিয়ার লুকা ইয়োভিচ। সতীর্থের দারুণ থ্রু বল বক্সে পান তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, কিন্তু কাছ থেকে অবিশ্বাস্যভাবে বাইরে মারেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে লামিনে ইয়ামালের বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে ছয় গজ বক্সের বাইরে থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি দানি কারভাহাল। ৫৬তম মিনিটে উড়িয়ে মেরে হতাশ করেন ফাবিয়ান রুইস।
৭১তম মিনিটে আলেক্স গ্রিমাল্দোর ফ্রি-কিক ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন রাইকোভিচ। পরক্ষণে ইয়ামালের বাঁকানো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। মিনিট চারেক পর বার্সেলোনার এই উইঙ্গারের আরেকটি শট ঠেকান গোলরক্ষক।
বাকি সময়েও কয়েকটি সুযোগ পায় স্পেন, কিন্তু কাজে লাগাতে পারেনি সফরকারীরা।
একই সময়ে হওয়া এই গ্রুপের আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ডেনমার্ক।
রোনালদোর ইতিহাস গড়ার রাতে পর্তুগালের শুভসূচনা