উয়েফা নেশন্স লিগ
যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি গোলে হার এড়াল হাঙ্গেরি।
Published : 20 Nov 2024, 03:55 AM
অভিজ্ঞদের বাইরে রেখে ম্যাচের শুরুটা মোটেও আশানুরূপ হলো না জার্মানির। প্রথমার্ধে একরকম অচেনা হয়েই রইল তারা। বিরতির পর অবশ্য আক্রমণে ধার বাড়িয়ে এগিয়ে গেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে শেষটা সুখকর হলো না তাদের। ম্যাচের একেবারের শেষ মুহূর্তে গোল করে হার এড়াল হাঙ্গেরি।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফেলিক্স মেচার গোলে জার্মানি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন দমিনিক সোবোসলাই।
‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে হাঙ্গেরিকেই ৫-০ গোলে উড়িয়ে আসরে পথচলা শুরু করেছিল জার্মানি। এবার এগিয়ে গিয়েও জয়ের ধারায় থাকতে পারল না ইউলিয়ান নাগেলসমানের দল।
ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল জার্মানি।
একই সময়ে শুরু আরেক ম্যাচে বসনিয়ার মাঠে ড্র করেছে নেদারল্যান্ডস। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে ডাচরা। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হাঙ্গেরি খেলবে রেলিগেশন প্লে-অফ।
আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া বসনিয়া ২ পয়েন্ট নিয়ে তলানিতে।
কার্যত এই ম্যাচ থেকে বিশেষ কোনো প্রাপ্তির সম্ভাবনা ছিল না কোনো দলেরই। গ্রুপ সেরা হয়ে আগেই নকআউট পর্বে জায়গা পাকা হয়ে যাওয়ায় দলে অনেক পরিবর্তন এনে খেলতে নামে জার্মানি। এতে তাদের পারফরম্যান্সেও প্রভাব পড়ে।
গতিহীন ফুটবলে লড়াই শুরুর পর, টানা কয়েকটি আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় হাঙ্গেরি; তবে অন্দ্রেস শিফেরের শট ঝাঁপিয়ে আটকান জার্মানির দ্বিতীয় পছন্দের গোলরক্ষক আলেক্সান্ডার নুবেল।
এরপর পাল্টা আক্রমণ শুরু করে জার্মানি। তাদের ওই চাপের মাঝেই ৩৯তম মিনিটে প্রতি-আক্রমণে পরিষ্কার সুযোগ পায় স্বাগতিকরা; কিন্তু গোলরক্ষককে একা পেয়েও তাকে পরাস্ত করতে পারেননি মিডফিল্ডার জোল্ট নাগ।
প্রথমার্ধে হাঙ্গেরির ওই দুটি শটের বাইরে কারো কোনো শট লক্ষ্যে ছিল না।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিতে পারে জার্মানি। কিন্তু গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি রবিন গোসেন্স। ৬৩তম মিনিটে গোল করার খুব কাছে যায় তারা; তবে কাই হাভার্টজের শট পোস্টে লাগে।
৭৬তম মিনিটে অবশেষে ভাঙে ডেডলক। কর্নার থেকে উড়ে আসা বলে নিকো শ্লটারবেকের হেড গোলরক্ষকের পায়ে প্রতিহত হওয়ার পর ফিরতি বল কাছ থেকে জালে জড়ান ফেলিক্স মেচা।
জার্মানির জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পেলেন বরুশিয়া ডর্টমুন্ডের এই মিডফিল্ডার।
জাল অক্ষত রেখে নির্ধারিত সময় পেরিয়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় জার্মানরা। ঠিক তখনই, যোগ করা সময়ের শেষ মিনিটে তাদের বক্সে ডিফেন্ডার রবিনের হাতে বল লাগলে ভিএআর মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি। পানেনকা শটে ম্যাচের চিত্রপট বদলে দেন লিভারপুল মিডফিল্ডার সোবোসলাই।