ইংলিশ ফুটবল
এমন সুযোগ নষ্ট করা ক্ষমার অযোগ্য বলে মনে করেন সাবেক লিভারপুল স্ট্রাইকার রবি ফাওলার।
Published : 20 Feb 2025, 06:48 PM
অ্যাস্টন ভিলার বিপক্ষে পোস্ট ফাঁকা পেয়েও সাত গজ দূর থেকে দারউইন নুনেসের গোল করতে না পারাটা মানতেই পারছেন না রবি ফাওলার। এমন সুযোগ নষ্ট করা ক্ষমার অযোগ্য বলে মনে করেন লিভারপুলের এই কিংবদন্তি স্ট্রাইকার।
ভিলা পার্কে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ ড্র করে ১০ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় লিভারপুল।
২-২ স্কোরলাইনে ৬৬তম মিনিটে দিয়োগো জটার বদলি হিসেবে নুনেসকে মাঠে নামান লিভারপুল কোচ আর্না স্লট। দুই মিনিট পরই দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পান উরুগুয়ের এই স্ট্রাইকার। কিন্তু কাজে লাগাতে পারেননি তিনি।
মাঝমাঠ থেকে সতীর্থের পাস বক্সের ভেতর ডান দিকে পান দমিনিক সোবোসলাই। ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস এগিয়ে আসায় সোবোসলাই নিজে শট না নিয়ে পাস দেন অন্য পাশে। ছুটে গিয়ে ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে উড়িয়ে মারেন নুনেস। লিভারপুলের ডাগআউটের কারও যেন বিশ্বাসই হচ্ছিল না যে, গোল হয়নি।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় নুনেসের কড়া সমালোচনা করেন ৪৯ বছর বয়সী ফাওলার।
“সে ম্যাচ নিয়ে যথেষ্ট ভাবে না। কারও যদি আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, তাহলে তাকে মৌলিকত্বে ফিরে যেতে হবে।”
“এটা বাজে মিস, সত্যিই বাজে মিস- এই বছরে আমার দেখা সবচেয়ে বাজে মিসগুলোর একটি। হয়তো সোবোসলাইয়ের নিজের শট করা উচিত ছিল, তবে সে দারুণ পাস দিয়েছে এবং সে (নুনেস) আট গজ দূর থেকে মিস করেছে। এটা হতে পারে না।”
২৫ বছর বয়সী নুনেসের ওই ব্যর্থতাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন লিভারপুল কোচ স্লট।
“ড্রেসিং রুমে একজন খেলোয়াড় আছে যে খুব হতাশ। আমার মনে হয়, আপনারা জানেন সে কে। সোবোসলাই পাস দিয়ে সঠিক কাজটাই করেছে। অনেক বড় সুযোগ ছিল।”
“খুবই দুর্ভাগ্যজনক। আমি আশা করছিলাম, সে আরেকটি সুযোগ পাবে, কারণ তার মতো খেলোয়াড় হয়তো পরপর দুটি সুযোগ হাতছাড়া করবে না। পরে সে খুব কাছাকাছি গিয়েছিল। খেলোয়াড়রা সবাই খুব হতাশ। এটা স্বাভাবিক যে, যখন একজন খেলোয়াড় এরকম সুযোগ হাতছাড়া করে, তখন সেই বেশি হতাশ থাকবে।”
সময়টা ভালো কাটছে না নুনেসের। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে কেবল ৬টি গোল করতে পেরেছেন তিনি।
২৬ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে লিভারপুল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।