চ্যাম্পিয়ন্স লিগ
খেলতে না পারলেও দলকে সমর্থন জোগাতে মিলানে যাবেন ৩৯ বছর বয়সী এই গোলরক্ষক।
Published : 15 Apr 2025, 10:19 PM
বায়ার্ন মিউনিখের আশা পূরণ হচ্ছে না। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগেও প্রথম পছন্দের গোলরক্ষক মানুয়েল নয়ারকে পাচ্ছে না জার্মান দলটি।
মিলানের সান সিরোতে বুধবার হবে ফিরতি লেগ। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল বায়ার্ন।
গত মাসের শুরুতে প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে জয়ের ম্যাচে সতীর্থের গোল উদযাপনের সময় চোট পান নয়ার। পায়ের পেশি ছিঁড়ে যায় তার। তারপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি।
ইন্টারের বিপক্ষে ফিরতি লেগে তার ফেরার আশায় ছিল বায়ার্ন। কিন্তু এখনও পুরোপুরি সেরে ওঠেননি ৩৯ বছর বয়সী গোলরক্ষক।
বায়ার্ন মঙ্গলবার বিবৃতিতে জানায়, খেলতে না পারলেও দলকে সমর্থন জোগাতে মিলানে যাবেন নয়ার।
জয়ীরা সেমি-ফাইনালে খেলবে বার্সেলোনা অথবা বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।