চ্যাম্পিয়ন্স লিগ
মাদ্রিদ ডার্বির রেফারি শিমন মার্চিনিয়াক বললেন, তিনিই ভিএআরকে দুইবার স্পর্শের ঘটনা পরীক্ষা করতে বলেছিলেন।
Published : 14 Mar 2025, 05:00 PM
হুলিয়ান আলভারেসের বহুল চর্চিত স্পট কিক নিয়ে মুখ খুলেছেন রেফারি শিমন মার্চিনিয়াক। অভিজ্ঞ এই পোলিশ রেফারি বলেছেন, তিনি ৯৯ শতাংশ নিশ্চিত ছিলেন, বলে দুইবার স্পর্শ করেছেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড। তাই ভিএআরকে বলেছিলেন পরীক্ষা করে দেখতে।
ঘটনা গত বুধবার রাতের। ওয়ান্দা মেত্রোপলিতানোয় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় মাদ্রিদের দুই দল। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় রেয়াল মাদ্রিদ।
আতলেতিকোর দ্বিতীয় কিক নেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার আলভারেস। পা পিছলে গেলে তার এক পা বল স্পর্শ করে। নিয়ন্ত্রণ হারালেও আরেক পায়ের নিখুঁত শটে তিনি খুঁজে নেন জাল। শুরুতে গোল দিলেও পরে দুইবার স্পর্শের কথা জানিয়ে গোল বাতিল করেন রেফারি।
গণমাধ্যমে এসেছে, শট নেওয়ার পরপরই রেয়ালের খেলোয়াড়রা রেফারির দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, দুইবার বল স্পর্শ করেছেন আলভারেস। তবে ‘উইন উইন’ ওয়েবসাইটকে রেফারি মার্চিনিয়াক বললেন, তিনি নিজে থেকেই ভিএআরকে (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) বলেছিলেন শট পরীক্ষা করে দেখতে।
“আমিই সেই ব্যক্তি যে ভিএআরকে জানিয়েছিলাম যে, ৯৯ শতাংশ সম্ভাবনা আছে আলভারেস বল দুইবার স্পর্শ করেছে। আর তারা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে।”
টাইব্রেকারের সময় বক্সের ভেতরেই থাকেন রেফারি। সেখান থেকে সব স্পষ্টই দেখা যায়। ২০২২ বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করা মার্চিনিয়াকের ক্যারিয়ারে এমন কিছু এই প্রথম ঘটল।
“সত্যি বলতে, আমার রেফারিং ক্যারিয়ারে এমন পরিস্থিতিতে এর আগে পড়িনি। খেলোয়াড়রা জানে এই নিয়ম।”
এর আগে আলভারেসের স্পট কিক পরীক্ষা-নিরীক্ষা করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা নিশ্চিত করে, খুবই মৃদু হলেও বল দুইবার স্পর্শ করেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার।