বাংলাদেশ প্রিমিয়ার লিগ
জয় হাতছাড়া হলেও লিগে এ নিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল ফর্টিস এফসি।
Published : 25 Apr 2025, 06:02 PM
বিপদের কোনো কারণ ছিল না, কিন্তু পোস্ট ছেড়ে একেবারে মাঝমাঠে গিয়ে তালগোল পাকালেন ফর্টিস এফসি গোলকিপার সারোয়ার জাহান। হাত দিয়ে বল আটকে দেখলেন লাল কার্ড। প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ কাজে লাগাল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ঘুরে দাঁড়িয়ে আদায় করে নিল এক পয়েন্ট।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। অবশ্য সম্ভাব্য জয় হাতছাড়া হলেও টানা সাত ম্যাচ অপরাজিত থাকার স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে ফর্টিস।
টানা চতুর্থ জয়ের লক্ষ্যে নেমে ফর্টিস পাল্টা আক্রমণে ৩৩তম মিনিটে এগিয়ে যায়। ফরহাদ মনার লং পাস ধরে গায়ের সঙ্গে সেঁটে থাকা রফিকুলকে এড়িয়ে বক্সে ঢুকে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ডেভিড এফিগুয়ে।
৫৬তম মিনিটে হাস্যকর ভুলটি করে বসেন ফর্টিস গোলরক্ষক সারোয়ার হোসেন। সতীর্থের ব্যাকপাস নিয়ন্ত্রণ নিতে অনেক দূর এগিয়ে যান তিনি। সেন্টারের কাছাকাছি জাহেদুল আলমের চার্জে বল হারানোর পর প্রতিপক্ষের শট হাত দিয়ে আটকে লাল কার্ড দেখেন সারোয়ার। বোকামি বুঝতে পেরে হতাশায় মুখ ঢাকেন তিনি।
এর ১০ মিনিট পর সমতায় ফেরে ফকিরেরপুল। মোহাম্মদ ফোফানার ক্রস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন বেন ইব্রাহিম। এই স্কোরলাইন ধরে রেখে টানা দুই হারের পর পয়েন্ট পায় ফকিরেরপুল।
১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ফর্টিস আছে ষষ্ঠ স্থানে।
দিনের অন্য ম্যাচে, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জাখোনগির কুরবোনবোয়েভের একমাত্র গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।
সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পুলিশ এফসি। ফকিরেপুল ১০ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।