চ্যাম্পিয়ন্স লিগ
দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও ফিনিশিংয়ে ব্যর্থতায় ঘুরে দাঁড়াতে পারেনি ফরাসি ক্লাবটি।
Published : 02 Oct 2024, 02:54 AM
দৃষ্টিকটু এক ভুলে ম্যাচের শুরুতেই দলকে বিপদে ফেলে দিলেন জানলুইজি দোন্নারুম্মা। কিছুক্ষণ পর আরও একবার নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলেন তিনি। জোড়া ধাক্কা সামলে ওঠার অনেক চেষ্টা দ্বিতীয়ার্ধে করল পিএসজি; কিন্তু গোলমুখে জ্বলে উঠতে পারল না তারা। নতুন ঘরানার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের আনন্দে মাঠ ছাড়ল আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লিগ পর্বের দ্বিতীয় রাউন্ডে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। কাই হাভার্টজ দলটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা।
ছন্দে থাকলেও উসমান দেম্বেলেকে ‘দলের ভালোর জন্য’ স্কোয়াডে রাখেননি পিএসজি কোচ এনরিকে। ফরাসি ফরোয়ার্ডের অনুপস্থিতিতে রাইট উইং ধরে তেমন কোনো গতিময় আক্রমণ করতে পারেনি তারা। পুরো ম্যাচে তাদের পারফরম্যান্সেও যা বেশ প্রভাব ফেলেছে।
ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও, কেউই প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো পরীক্ষা নিতে পারছিল না। ২০তম মিনিটে গিয়ে লক্ষ্যে প্রথম কোনো শটের দেখা মেলে এবং তাতেই এগিয়ে যায় আর্সেনাল।
গোলটিতে যথেষ্ট দায় আছে পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মার। বাঁ দিক থেকে লেয়ান্দ্রো ত্রোসারের বাড়ানো ক্রসের গতি-প্রকৃতি না বুঝেই এগিয়ে যান দোন্নারুম্মা। ফলাফল-সময়মতো বলের কাছে যেমন যেতে পারেননি, আবার কাই হাভার্টজের লাফিয়ে নেওয়া হেড ঠেকানোর সুযোগও পাননি।
আট মিনিট পর পিএসজি স্কোরলাইনে সমতা টানার পরিষ্কার সুযোগ পেলেও, ভাগ্য তাদের সহায় হয়নি। নুনো মেন্দেসের জোরাল শট দূরের পোস্টে লেগে বেরিয়ে যায়।
দুই মিনিট পর প্রতি-আক্রমণে আবার সুযোগ তৈরি করে পিএসজি। এবার দুরূহ কোণ থেকে আশরাফ হাকিমির নেওয়া শট কর্নারের বিনিময়ে ঠেকান দাভিদ রায়া।
অবিশ্বাস্য এক গোলে ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়।
ডান দিকের সাইডলাইন থেকে বক্সে সতীর্থদের উদ্দেশ্যে বাঁকানো ফ্রি কিক নেন সাকা, বলে পা ছোঁয়াতে আর্সেনালের একজন লাফিয়ে উঠলেও পারেননি, তার পেছনে ছিলেন দলটির আরও দুজন। তারাও স্পর্শ করতে পারেননি। বল বাঁক নিয়ে দোন্নারুম্মাকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। সামনে জটলার মধ্য দিয়ে বল আসায় শেষ মুহূর্তে কিছুটা হতভম্ব হয়ে পড়েন ইতালিয়ান গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর দারুণ সুযোগ পায় আর্সেনাল; কিন্তু এবার প্রস্তুত ছিলেন দোন্নারুম্মা। হাভার্টজের বাড়ানো বল বক্সে ফাঁকায় পেয়ে গাব্রিয়েল মার্তিনেল্লির নেওয়া ভলি রুখে দেন গোলরক্ষক।
বল দখলে অনেকটা এগিয়ে থাকা পিএসজি সমানতালে পাল্টা আক্রমণও করতে থাকে। কিন্তু কাজের কাজ করতে পারছিল না তারা। ৬৬তম মিনিটে আরও একবার দুর্ভাগ্যের কারণে গোল পায়নি তারা; কাছ থেকে জোয়াও নেভেসের প্রচেষ্টা ক্রসবারে লাগে।
পরের পাঁচ মিনিটে উভয় পক্ষই একটি করে ভালো সুযোগ পায়; কিন্তু কেউ পারেনি গোলরক্ষককে পরাস্ত করতে। পিএসজির লি কাং-ইনের দূর থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন রায়া। আর বক্সের ভেতর থেকে মার্তিনেল্লির নিচু শট ঝাঁপিয়ে আটকান দোন্নারুম্মা।
আতালান্তার সঙ্গে গোলশূন্য ড্রয়ে আসর শুরুর পর এই জয়ে আর্সেনালের পয়েন্ট হলো ৪। লিগ পর্বের পয়েন্ট টেবিলে আট নম্বরে আছে তারা।
আর প্রথম ম্যাচে জিরোনার বিপক্ষে জেতা পিএসজি ৩ পয়েন্ট নিয়ে আছে ১৮ নম্বরে।
ম্যানচেস্টার সিটির সহজ জয়
ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আসর শুরু, প্রিমিয়ার লিগেও সবশেষ দুই ম্যাচে পয়েন্ট হারানোর ধাক্কা। তবে এবার আর কোনো ভুল হয়নি। শক্তিতে অনেক পিছিয়ে থাকা স্লোভান ব্রাতিস্লাভাকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।
স্লোভাকিয়ার দলটিকে তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।
সাবেক চ্যাম্পিয়নদের পক্ষে একটি করে গোল করেন ইলকাই গিন্দোয়ান, ফিল ফোডেন, আর্লিং হলান্ড ও জেমস ম্যাকাটি।
আর্সেনাল ছাড়াও ইন্টার মিলান, স্পার্তা, স্পোর্তিংয়ের সমান ৪ পয়েন্ট সিটির, চতুর্থ স্থানে আছে তারা।
দিনের আরেক ম্যাচে সেল্টিককে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। গতবারের রানার্সআপ দলটি ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।