কোর্তোয়াকে হারাল রিয়াল

পিঠের চোটে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2022, 04:28 PM
Updated : 2 Oct 2022, 04:28 PM

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর নিজেদের প্রথম ম্যাচে নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। পিঠের নিচের দিকে চোট পেয়েছেন এই বেলজিয়ান।

উয়েফা নেশন্স লিগে গত রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে বেলজিয়ামের ১-০ গোলে হারের ম্যাচে পুরোটা সময় খেলেন কোর্তোয়া। তবে ওই ম্যাচেই পিঠে অস্বস্তি অনুভব করেন তিনি।  

লা লিগায় রোববার ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল। এ দিনই বিবৃতি দিয়ে কোর্তোয়ার চোটের কথা জানায় মাদ্রিদের দলটি। তবে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি। স্ক্যানের ফলাফল পাওয়ার অপেক্ষায় আছে তারা।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, তিন বা চার ম্যাচ বাইরে থাকতে হতে পারে কোর্তোয়াকে। ১৬ অক্টোবর ক্লাসিকোর আগে তিনি ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।  

এই মৌসুমে রিয়ালের একমাত্র খেলোয়াড় হিসেবে প্রতিটি মিনিট খেলেছেন ৩০ বছর বয়সী কোর্তোয়া। এখন তার জায়গায় পোস্টের নিচে দাঁড়াতে পারেন দলটির দ্বিতীয় পছন্দের গোলরক্ষক আন্দ্রি লুনিন।