স্প্যানিশ ফুটবল
Published : 15 Jul 2024, 08:50 PM
ডান হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোটই পেয়েছেন রোনাল্দ আরাউহো। সেরে উঠতে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যেতে হবে বার্সেলোনার এই ডিফেন্ডারকে।
লা লিগার দলটি সোমবার এক বিবৃতিতে আরাউহোর অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে। আগামী কয়েক দিনের মধ্যে ফিনল্যান্ডে ক্লাবের চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার হবে।
অস্ত্রোপচারের পর কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, চার মাস বাইরে থাকতে হবে ২৫ বছর বয়সী এই ফুটবলারকে।
গত সপ্তাহে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন উরুগুয়ের আরাউহো। আসরে তৃতীয় হয় উরুগুয়ে।