লিগ আঁ
মৌসুম শেষে লিগ আঁ থেকে আপাতত দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শাস্তি পেয়েছে ফরাসি জায়ান্ট ক্লাবটি।
Published : 16 Nov 2024, 06:26 PM
জানুয়ারির দলবদলের উইন্ডোতে কোনো খেলোয়াড় দলে টানতে পারবে না লিওঁ। আর্থিক অব্যবস্থায় এখানেই শাস্তির শেষ নয় ফরাসি ক্লাবটির। মৌসুম শেষে আপাতত লিগ আঁ থেকে পরের স্তরে নেমে যাওয়ার গুরুতর শঙ্কায় পড়েছে তারা।
ফ্রান্সের দা ন্যাশনাল ডিরেক্টরেট অব ম্যানেজমেন্ট কন্ট্রোল (ডিএনসিজি) শুক্রবার এক শুনানি শেষে মার্কিন ব্যবসায়ী জন টেক্সটরের মালিকাধীন লিওঁকে এই শাস্তি দেয়।
অবনমন এড়ানোর কঠিন একটা পথও খোলা আছে লিওঁর সামনে। এজন্য অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি করতে হবে তাদের। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ক্লাবটির ঋণের পরিমাণ প্রায় ৫০ কোটি ৫১ লাখ ইউরো।
শাস্তির অংশ হিসেবে খেলোয়াড়দের বেতনের বাজেটের সীমা ঘোষণা করতে বাধ্য হয়েছে, যার দেখভাল করছে ডিএনসিজি। অতিরিক্ত অর্থ খরচ ও অর্থনৈতিক দূরবস্থা ঠেকাতে ফ্রান্সের পেশাদার ক্লাবগুলোর ওপর কড়া নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ বজায় রেখেছে তারা।
প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেসে ও ব্রাজিলের শীর্ষ লিগের চূড়ার দল বতাফোগোর মালিকানায় শেয়ার থাকা টেক্সটর শুনানি শেষে জানিয়েছেন, ডিএনসিজিতে দেওয়া নথি শনিবার তিনি জনসমক্ষে উপস্থাপন করবেন।
“আলোচনা ভালো হয়েছে। মডেলের ধারাবাহিকতা এবং এর আর্থিক কার্যকারিতা ধরে রাখতে আমাদের কোনো সমস্যা নেই।”
২০০২ থেকে ২০০৮ পর্যন্ত টানা সাতটি লিগ শিরোপা জিতেছিল ফরাসি জায়ান্ট লিওঁ। এই সময়ে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলেছিল তারা।
এবারের লিগ আঁতে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিওঁ।