স্প্যানিশ ফুটবল
গেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচে এই কাণ্ড ঘটান আনহেল কোররেয়া।
Published : 12 Mar 2025, 07:27 PM
বড় শাস্তিই পেলেন আনহেল কোররেয়া। রেফারিকে অপমান করে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বুধবার এই শাস্তির কথা জানিয়েছে।
গত রোববার গেতাফের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে ৮৮তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন কোররেয়া। প্রতিপক্ষের ডিফেন্ডার জেনকে ফাউল করেছিলেন তিনি।
ভিএআরের সাহায্য নিয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি কুয়াদ্রা ফের্নান্দেস। ম্যাচ রিপোর্টে তিনি উল্লেখ করেন, আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড তাকে বারবার অপমান করছিলেন। তিনি সেই মন্তব্যগুলো ম্যাচ রিপোর্টে জুড়ে দেন।
আরএফইএফ তাদের বিবৃতিতে বলেছে, লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কোররেয়া, বাকি চার ম্যাচ রেফারিকে অপমান করার জন্য।
ঘরোয়া ফুটবলে আতলেতিকোর পরের পাঁচ ম্যাচে খেলতে পারবেন না ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। এর মধ্যে আছে লা লিগায় বার্সেলোনা, এস্পানিওল, সেভিয়া ও ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচ এবং বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগ।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে সাত গোল করেছেন কোররেয়া।