স্প্যানিশ ফুটবল
দারুণ খেলে স্প্যানিশ সুপার কাপ জিতে নেওয়া বার্সেলোনাকে অভিনন্দন জানিয়েছেন রেয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ।
Published : 13 Jan 2025, 06:40 PM
বার্সেলোনার বিপক্ষে প্রতিশোধের অভিযানে নেমে ভরাডুবি মানতেই পারছেন না লুকা মদ্রিচ। স্প্যানিশ সুপার কাপে নিজেদের ছন্নছাড়া পারফরম্যান্সের আত্মসমালোচনা করে রেয়াল মাদ্রিদ তারকা দিয়েছেন ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি। সতীর্থদের উজ্জীবিত করতে তিনি বলেছেন, এটাই হোক ফাইনালে শেষ পরাজয়।
চার দলের টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে রোববার কিলিয়ান এমবাপের গোলে শুরুটা দারুণ হয়েছিল রেয়ালের। কিন্তু পথ হারাতেও সময় নেয়নি তারা। প্রথমার্ধেই চার গোল হজম করে লড়াই থেকে একরকম ছিটকে যায় দলটি। পরে আরেক গোল খেয়ে বিধ্বস্ত হয় ৫-২ ব্যবধানে।
কাতালান ক্লাবটির হয়ে দুটি গোল করেন রাফিনিয়া। একবার করে জালের দেখা পান রবের্ত লেভানদোভস্কি, লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দে। বার্সেলোনা গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ৫৬তম মিনিটে লাল কার্ড দেখায়, রেয়ালের সামনে সুযোগ আসে অভাবনীয় কিছু করার। কিন্তু রদ্রিগোর গোলটি কেবল ব্যবধানই কমাতে পারে।
গত অক্টোবরে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ঘরের মাঠে ৪-০ গোলে হেরেছিল রেয়াল। এবার ম্যাচের আগে সেই হারের প্রতিশোধের বার্তা দিয়েছিল তারা; কিন্তু উল্টো আরও একবার বিব্রতকর হারের স্বাদ পেল দলটি।
ম্যাচের পর প্রতিক্রিয়ায় হারের পেছনে নিজেদের দায়ের কথাই বললেন মদ্রিচ।
“কঠিন এক পরাজয়। বার্সা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তাদেরকে অভিনন্দন জানাতে হবে। আমাদের জন্য একটা ভালো বিষয় যে, শীঘ্রই আরেকটি ম্যাচ আছে এবং (এই হার) নিয়ে খুব বেশি ভাবার সময় নেই।”
“এটা ফুটবল। আর ফুটবলে জয় ও পরাজয় থাকে। আমরা হেরেছি এবং আপনি সবসময় জিততে পারবেন না। আমরা ভালো খেলিনি এবং বার্সা আমাদের চেয়ে ভালো খেলেছে। ক্লাবের সমর্থক ও নিজেদের জন্য আমাদের খারাপ লাগছে এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মৌসুমের এখনও অনেক কিছু বাকি এবং আমরা সমর্থকদের অনেক আনন্দ উপহার দিতে চাই।”
আর সেই লক্ষ্যে সামনে আর কোনো শিরোপা লড়াইয়ে পরাজিত হওয়া চলবে না বলে সতীর্থদের উদ্বুদ্ধ করলেন এই ক্রোয়াট তারকা।
“আমরা যেসব ভুল করেছি, তা শুধরাতে হবে। এই ম্যাচ ভুলে যেতে হবে এবং সামনে এগোতে হবে, কারণ মৌসুমে এখনও অনেক কিছু বাকি। (এই ফাইনালে) আমরা কী কী ভুল করলাম, সেসব নিয়ে ভেবে আফসোস করতে পারি না।”
“আমরা এগুলোর পর্যালোচনা করব, কোথায় উন্নতি করা যায় দেখব। আমরা এখনও সব প্রতিযোগিতায় টিকে আছি। যদি আমাদের বাছাই করতে হয় যে, একটা ফাইনালে হারতে হবে, তাহলে আমরা সুপার কাপই বেছে নিতাম। যদিও সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পরাজয় কখনোই সহজ নয়।”
পরের ম্যাচে কোপা দেল রের শেষ ষোলোয় সেল্তা ভিগোর মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। আগামী বৃহস্পতিবার ম্যাচটি হবে সান্তিয়াগো বের্নাবেউয়ে।