ইংলিশ ফুটবল
ইয়ুর্গেন ক্লপ কোচের দায়িত্বে থাকার সময় লিভারপুল দুইবার প্রিমিয়ার লিগে রানার্স আপ হয়েছিল ম্যানচেস্টার সিটির পেছনে থেকে।
Published : 15 Jan 2025, 11:35 AM
স্পেনের মায়োর্কা দ্বীপে বিলাসবহুল এক বাংলো বাড়ি গড়েছেন ইয়ুর্গেন ক্লপ। নানা ব্যস্ততায় সেখানে খুব বেশি থাকা হয়ে ওঠে না তার। তবে আর্থিক বিধিভঙ্গের জন্য যদি ম্যানচেস্টার সিটির শিরোপা কেড়ে নেওয়া হয়, সেই বাড়িতেই বিশাল এক পার্টি দেবেন লিভারপুলের সাবেক কোচ।
লিভারপুলের দায়িত্বে একবার প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন ক্লপ (২০১৯-২০)। ম্যানচেস্টার সিটির পেছনে থেকে তার দল রানার্স আপ হয়েছিল দুই দফায়।
২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত সময়ে সিটির বিরুদ্ধে আর্থিক বিধির ১১৫টি ধারা লঙ্ঘনের অভিযোগে ২০২৩ সালে একটি স্বাধীন কমিশন গঠন করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ, যারা এখনও কাজ করে চলেছে। গত সেপ্টেম্বর থেকে চলছে শুনানি। সিটি অবশ্য বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে।
ক্লপ এখন আর কোচের দায়িত্বে নেই। রেড বুলের গ্লোবাল সকার প্রধানের দায়িত্ব নিয়ে প্রথম প্রকাশ্য আলোচনায় তাকে জিজ্ঞেস করা হয়, সিটির বিরুদ্ধে যদি দোষ প্রমাণিত হয় এবং শিরোপা কেড়ে নেওয়া হয়, তাহলে তার কেমন লাগবে। জার্মান এই কোচ কতটা খুশি হবেন, সেটিই বুঝিয়ে দিলেন কথাতেই।
“আমি চলে আসার সময় (লিভারপুল থেকে) এই আলোচনা করছিলাম আমরা। মায়োর্কায় খুব বেশি সময় কাটাতে পারিনি আমি, কারণ সবসময় নানা জায়গায় ছুটে বেড়াতে হয়। তবে যদি এটা হয়, সবাইকে বলে রেখেছি, যারা আসতে চায়, স্রেফ একটা ফ্লাইট বুকিং দিয়ে মায়োর্কায় চলে আসো। বিয়ার সব আমার দায়িত্ব। আমার বাগানে নিজস্ব উৎসব হবে আমাদের।”
ক্লপ অবশ্য জানালেন, সিটির আর্থিক অনিয়ম তদন্তের শুনানির খোঁজখবর তিনি রাখেন না ততটা এবং রায় কবে, বিশদভাবে জানেন না কিছুই।
লিভারপুলের তিন তারকা মোহামেদ সালাহ, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড ও ভার্জিল ফন ডাইকের চুক্তি নিয়ে অচলাবস্থা নিয়েও জিজ্ঞেস করা হয় ক্লপকে। এখানেও তিনি উত্তরটা দেন মজা করে।
“আমি খুব খুশি যে, আমি দায়িত্বে থাকার সময় এই পরিস্থিতি হয়নি এবং প্রতি সপ্তাহে আমাকে এসব কথার উত্তর দিতে হচ্ছে না।”