ইংলিশ ফুটবল
Published : 29 Aug 2024, 04:38 PM
দলে নতুন গোলরক্ষক যোগ করেছে বোর্নমাউথ। চেলসি থেকে ধারে পুরো মৌসুমের জন্য কেপা আরিসাবালাগাকে টেনেছে ইংলিশ ক্লাবটি।
২০১৮ সালে শৈশবের ক্লাব আথলেতিক বিলবাও থেকে ৭ কোটি ১০ লাখ পাউন্ডে চেলসিতে যোগ দেন কেপা। সেই সময় বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক ছিলেন তিনি।
সম্প্রতি স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির সঙ্গে এক বছর চুক্তি বাড়ান তিনি, যা শেষ হওয়ার কথা ছিল আগামী বছর।
চেলসির হয়ে এখন পর্যন্ত ১৬৩ ম্যাচ খেলা কেপা গত মৌসুমে ধারে খেলেছিলেন রেয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে মাঠে নামা এই গোলরক্ষক পান লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ।
২৯ বছর বয়সী কেপাকে কিনতে চেয়েছিল সৌদি ক্লাব আল-ইত্তিহাদ। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
কেপার নতুন ক্লাব বোর্নমাউথ চলতি প্রিমিয়ার লিগে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। তাদের পরের ম্যাচ আগামী শনিবার, এভারটনের বিপক্ষে।