কোপা আমেরিকা
তবে ইউরোপ সেরা স্পেনের বিপক্ষে খেলতে মুখিয়ে আর্জেন্টিনা কোচ।
Published : 15 Jul 2024, 05:26 PM
কয়েক ঘণ্টার ব্যবধানে নিজ নিজ মহাদেশীয় প্রতিযোগিতায় শিরোপা জেতা স্পেন ও আর্জেন্টিনার সম্ভাব্য লড়াইয়ের জন্য উন্মুখ লিওনেল স্কালোনি। এই ম্যাচের আগে অবশ্য নিজের পরিবারকেও সামলাতে হবে আর্জেন্টিনার কোচের! কারণ তার স্ত্রী যে একজন স্প্যানিশ।
লাউতারো মার্তিনেসের একমাত্র গোলে বাংলাদেশ সময় সোমবার সকালে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা।
লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সফলতম দল এখন লিওনেল মেসির দল। ষোড়শ শিরোপা জিতে তারা পেছনে ফেলল উরুগুয়েকে।
এর কয়েক ঘণ্টা আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় স্পেন। ২-১ গোলের জয়ে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপাটি ঘরে তোলে তারা। স্প্যানিশরা টপকে যায় তিনবারের চ্যাম্পিয়ন জার্মানিকে।
ইউরো ও কোপা আমেরিকার দুই চ্যাম্পিয়ন দলকে নিয়ে আয়োজন করা হয় ফিনালিস্সিমা। ইতালিকে হারিয়ে দুই বছর আগে ওই ম্যাচ জিতেছিল আর্জেন্টিনা। এবারও সেই লড়াই হলে তারা এবার মুখোমুখি হবে ইউরোর অপরাজিত চ্যাম্পিয়ন স্পেনের।
আর ওই দেশের সঙ্গে স্কালোনি ও তার পরিবার রয়েছে গভীর সম্পর্ক। তাই ম্যাচটির সমর্থন ঘিরে যে তার পরিবারে ‘ফাটল ধরবে’, সেটা এখনই টের পাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ।
“খেলা (ফিনালিস্সিমা) হবে নাকি? আমার পরিবারের একটা অংশ স্প্যানিশ। এই দেশের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে। আমি সেখানে থাকি এবং স্পেনের কোচকে (লুইস দে লা ফুয়েন্তে) চিনি।”
“আমি তাদের (ইউরো) জয়ে খুশি এবং যদি এই ম্যাচ (ফিনালিস্সিমা) হয় তবে আমার সমস্যা হবে, কারণ পরিবার বিভক্ত হয়ে যাবে। দারুণ ফর্মে থাকা দুই দলের মধ্যে খুব সুন্দর একটা ম্যাচ হবে, যারা অন্যদের চেয়ে ভিন্ন ধরনের।”
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক এমিলিয়ানো মার্তিনেস স্পেনের বিপক্ষে ফিনালিস্সিমা ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন।
“আমরা এখন স্পেনের বিপক্ষে ফিনালিস্সিমা খেলব এবং আমাদের আরেকটি শিরোপা জয়ের সুযোগ আছে। এটা থেকে বোঝা যাচ্ছে, আমাদের সবকিছু আছে।”