বিশ্বকাপ বাছাই
লম্বা সময় পর জাতীয় দলে ডাক পাওয়া মাথেউস কুইয়ার মতে, দেশের হয়ে শতভাগের কম দেওয়ার কোনো সুযোগই নেই।
Published : 19 Mar 2025, 09:05 PM
লম্বা সময় পর ব্রাজিল দলে ফিরে আনন্দের যেন শেষ নেই মাথেউস কুইয়ার। চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা এই ফরোয়ার্ড জাতীয় দলে নিজেকে উজাড় করে দিতে চান। তার মতে, দেশের জার্সিতে শতভাগের কম দেওয়ার কোনো সুযোগই নেই।
এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে ১১ ম্যাচ খেলেছেন কুইয়া। সবশেষটি ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে, উরুগুয়ের বিপক্ষে। জাতীয় দলের জার্সিতে এখনও গোলের খাতা খুলতে পারেননি তিনি।
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের জার্সিতে দুর্দান্ত ছন্দে আছেন কুইয়া। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচ খেলে ১৫ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন চারটি।
ইংলিশ ক্লাবটির হয়ে আলো ছড়িয়ে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের নজর কাড়েন তিনি। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আসছে দুই ম্যাচের দলে তাকে রেখেছেন কোচ।
সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) টিভিকে দেওয়া সাক্ষাৎকারে কুইয়া বলেন, জাতীয় দলে ফিরতে পারাই তার জন্য তৃপ্তির।
“জাতীয় দলে ফেরা সবসময়ই বড় লক্ষ্য এবং এমন একটা সময়ে ফিরতে পেরে আমি খুব খুশি, যখন ক্লাবের হয়ে খুব ভালো খেলছি।”
“ব্রাজিল জাতীয় দলে থাকার যে কোনো সুযোগই তৃপ্তিদায়ক। এখানে এসে শতভাগের কম দেওয়ার কথা ভাবার কোনো উপায় নেই। এই দলে শতভাগের বেশি দিতে হবে।”
ব্রাজিলের ঘরোয়া ফুটবলে কখনও খেলেননি কুইয়া। তাই দেশের মাঠে তার খেলার সুযোগ মেলে কেবল জাতীয় দলের হয়ে। এখন পর্যন্ত ব্রাজিলের মাটিতে পাঁচটি ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
কলম্বিয়ার বিপক্ষে আগামী শুক্রবারের ম্যাচটি ঘরের মাঠে খেলবে ব্রাজিল। পাঁচ দিন পর আর্জেন্টিনায় খেলবে তারা।
“এটা (দেশের মাঠে খেলা) ভিন্ন এক অনুভুতি। আমি কখনো ব্রাজিলে খেলিনি, এখানে শুধু জাতীয় দলের হয়ে খেলেছি। কুরিচিবায় খেলার সময় আমি পেশাদার খেলোয়াড় ছিলাম না…ব্রাজিলিয়ানরা জাতীয় দল নিয়ে খুবই গর্বিত। ভালো কিংবা খারাপ সময়ে, তারা নিজেদের এই দলেরই অংশ মনে করে। আশা করি, মাঠে নিজেদের কাজটি এতো ভালোভাবে প্রদর্শন করতে পারব যেন এটা বাইরেও ছড়িয়ে পড়ে।”
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে খুব একটা ভালো অবস্থায় নেই ব্রাজিল। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে কেবল পাঁচটিতে জিততে পেরেছে তারা, ড্র করেছে তিনটিতে। ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।