চোট পেয়ে মাঠের বাইরে থাকা নেইমারের বিকল্প কে হতে পারেন, তা নিয়ে চর্চা থেমে নেই। তবে বিষয়টি নিয়ে বাড়তি চিন্তার কিছু দেখেন না ব্রাজিল কোচ ফের্নান্দো জিনিস। এই ব্রাজিলিয়ানের বিশ্বাস, তার দলে যথেষ্ট খেলোয়াড় আছে যারা আল হিলাল তারকার শূন্যতা পূরণ করতে সক্ষম।
গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় চোট পান নেইমার। এরপর চলতি মাসের শুরুতে বাম হাঁটুতে অস্ত্রোপচার করা হয় তার। আগামী বছরের কোপা আমেরিকার আগে তার মাঠে ফেরার সম্ভাবনা তেমন নেই বললেই চলে।
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের অনুপস্থিতি দলটির আক্রমণের শক্তি অনেকটাই কমিয়ে দিতে পারে। সেই সঙ্গে আছে সবশেষ দুই ম্যাচে ব্যর্থ হওয়ার হতাশা; গত মাসে ভেনেজুয়েলার সঙ্গে নিজেদের আঙিনায় ১-১ ড্রয়ের পর উরুগুয়ের মাঠে ২-০ গোলে হারে ব্রাজিল। কক্ষপথে ফেরার মিশনে বাংলাদেশ সময় শুক্রবার সকালে কলম্বিয়া এবং এর চার দিন পর বাছাইয়ের পরের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
নেইমার না থাকলেও স্কোয়াডে যারা আছেন, তাদের ওপর পূর্ণ আস্থা আছে জিনিসের। বুধবার সাংবাদিকদেরকে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ বলেছেন, খেলোয়াড়দের ওপর চাপ বাড়াতে চান না তিনি।
“মাঠে নেইমারের ভূমিকা নেওয়ার বিষয়ে কাউকে ভাবতে হবে না। আমাদের অত্যন্ত প্রতিভাবান একটা প্রজন্ম রয়েছে। অনেকেই এই (নেইমারের) ভূমিকা নিতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যেন কারো ওপর ওপর বোঝা না চাপিয়ে দেই। খেলোয়াড়দের ভারমুক্ত থেকে তাদের সেরাটা উজাড় করে দিতে হবে।”
জিনিস মনে করেন, নেইমার না থাকায় রেয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো, বার্সেলানার রাফিনিয়া, আর্সেনালের গাব্রিয়েল মার্তিনেল্লি ও গাব্রিয়েল জেসুসরা আলো ছড়ানোর সুযোগ পাবেন।
ব্রাজিল দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী পালমেইরাসের ফরোয়ার্ড এন্দ্রিক। আগামী বছরের জুলাইয়ে রেয়ালে যোগ দিবেন তিনি। প্রতিভাবান এই ফরোয়ার্ডকে নিয়ে দারুণ আশাবাদী জিনিস।
“(এন্দ্রিক) তার যোগ্যতার বলে এবং দারুণ সম্ভাবনাময় ভবিষ্যতের কারণেই এখানে আছে। তবে ১৭ বছর বয়সী এন্দ্রিকের কাছ থেকে আমাদের সবকিছু আশা করা ঠিক হবে না। তার মধ্যে আমি অমিত সম্ভাবনা দেখছি। সে ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তিদের একজন হয়ে উঠতে পারে, তবে সময়ই তা বলে দেবে।”
বাছাইয়ে ৪ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে গোল পার্থক্যে পিছিয়ে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ব্রাজিল। তাদের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে।
চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।