ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
রুবেন নেভেস মনে করছেন, ইউরো চ্যাম্পিয়নশিপে অনেক গোল করবেন পর্তুগাল অধিনায়ক।
Published : 12 Jun 2024, 10:26 AM
বয়সকে তুড়ি মেরে দারুণ গতিতে এগিয়ে চলা ক্রিস্তিয়ানো রোনালদোর ওপর অগাধ আস্থা রুবেন নেভেসের। পর্তুগালের মিডফিল্ডারের বিশ্বাস, ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন দেশটির মহাতারকা। ধারাবাহিকতা ধরে রেখে ইউরোপ সেরার মঞ্চেও করবেন অনেক গোল।
জার্মানিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের আগে নিজেদের সবশেষ প্রীতি ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছে পর্তুগাল। মঙ্গলবার রাতে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে জোয়াও ফেলিক্স দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন রোনালদো। এতে তিনি গড়েন আন্তর্জাতিক ফুটবলে টানা ২১ বছরে গোলের অনন্য কীর্তি।
দেশের হয়ে ২০৭ ম্যাচে রোনালদোর গোল হলো ১৩০টি। কেউ কেউ মনে করছেন, ২০০৪ সালে নিজের প্রথম ইউরো খেলা এই মহাতারকা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন এবারের আসর দিয়ে।
তবে আল হিলালের মিডফিল্ডার নেভেস মনে করেন, ২০১৬ সালে ইউরো শিরোপার স্বাদ পাওয়া পর্তুগাল অধিনায়কের এখনও দেওয়ার আছে অনেক কিছু।
“তার সঙ্গে খেলার অনুভূতি প্রকাশের ভাষা আমার জানা নেই। আজও দুটি গোল করলেন। ইউরোর জন্য প্রস্তুতি ম্যাচ খুব ভালোভাবে শেষ করলেন। তাই প্রত্যাশা অনেক উঁচুতে।”
“আমরা জানি জাতীয় দলকে সাহায্য করার জন্য তিনি নিজের দুইশ শতাংশ দেবেন। অবশ্যই আরও অনেক গোল করার জন্য আমরা তার ওপর আস্থা রাখছি।”
জার্মানিতে আগামী শুক্রবার পর্দা উঠবে এবারের ইউরোর। ১৯ জুন চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে পর্তুগাল। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও জর্জিয়া।