স্প্যানিশ ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন দেশটির বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার।
Published : 11 Jun 2024, 04:28 PM
নতুন দায়িত্ব পেয়েছেন ফের্নান্দো তরেস। স্পেনের বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকারকে ‘বি’ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আতলেতিকো মাদ্রিদ।
লা লিগার ক্লাবটি মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি।
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর আতলেতিকোর একাডেমিতে সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন তরেস। পরে ক্লাবটির যুব দলের কোচের দায়িত্বও পালন করেন তিনি। এবার নতুন চ্যালেঞ্জের সামনে সাবেক এই ফুটবলার।
আতলেতিকোর হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন তরেস। দুই মেয়াদে শৈশবের ক্লাবটির হয়ে গোল করেন ১২১ টি। ক্লাবটিতে দ্বিতীয় দফায় থাকাকালীন জেতেন ইউরোপা লিগ। এরপর জাপানের ক্লাব সাগান তোসতে কিছুদিন খেলার পর ২০১৯ সালে ঘোষণা দেন অবসরের।
স্পেনের ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে বড় অবদান রাখেন তরেস। শুধু তাই নয়, ২০১০ সালে স্প্যানিশদের একমাত্র বিশ্বকাপ জয়েও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা।