ইংলিশ ফুটবল
আর্সেনালের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী আক্রমণের মুখে পড়েন চেলসির ফরাসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানা।
Published : 18 Mar 2025, 04:12 PM
বর্ণবাদী আচরণের শিকার চেলসির ফরাসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানার পাশে দাঁড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তারা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বর্ণবাদী আক্রমণ ভয়ঙ্কর ব্যাপার।
গত রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হারে চেলসি। এর পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বর্ণবাদী বার্তা পান ফোফানা। ২৪ বছর বয়সী ডিফেন্ডার তার ইনস্টাগ্রাম স্টোরিতে সেগুলোর স্ক্রিনশট দিয়ে লেখেন, “নির্বুদ্ধিতা ও নিষ্ঠুরতা আর আড়াল করা যাবে না।”
এক বিবৃতিতে উদ্বেগ জানিয়ে ফোফানার পাশে থাকার কথা বলেছে প্রিমিয়ার লিগ।
“আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর চেলসির ওয়েসলি ফোফানা যে অবমাননার শিকার হয়েছে তাতে প্রিমিয়ার লিগ আতঙ্কিত। আমরা ওয়েসলি ও তার ক্লাবকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।”
“আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে নিশ্চিত করব যেন, অবমাননার জন্য যে-ই দোষী হোক সে যেন সম্ভাব্য সবচেয়ে কঠিন শাস্তি পায়।”
ফোফানা সোমবার বলেন, অবমাননা এড়াতে পদক্ষেপ নিতে হবে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে।
“এটা কেবল ফুটবলের ব্যাপার নয়; এটা কেবল একটা ‘খেলা’ নয়, যখন কেউ কেউ বিশ্বাস করে গায়ের রঙ তাকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ বানিয়েছে। এসব পরিবর্তনের সময় হয়েছে। (সামাজিক যোগাযোগ) মাধ্যমগুলোকে পদক্ষেপ নিতে হবে এবং সবার দায়িত্ব নিতে হবে।”
চেলসি বলেছে, ‘অনলাইনে তাদের খেলোয়াড়দের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে বর্ণবাদী আচরণ বৃদ্ধিতে’ তারা ভীষণ বিরক্ত এবং এইসব অবমাননা সহ্য করা হবে না।