নেশন্স লিগ
কেবলই অনুশীলনে ফেরা এই উইঙ্গারকে নেশন্স লিগের দলে নেওয়াকে যৌক্তিক মনে হচ্ছে না ম্যানচেস্টার সিটি কোচের।
Published : 09 Nov 2024, 03:58 PM
কিছুদিন মাঠের বাইরে থাকার পর কেবলই অনুশীলনে ফিরেছেন জ্যাক গ্রিলিশ। ম্যাচ খেলার জন্য এখনও তাকে প্রস্তুত মনে করছেন না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। তবুও এই উইঙ্গারকে নেশন্স লিগের আসছে দুই ম্যাচের দলে রেখেছে ইংল্যান্ড, যা একদমই ভালো লাগেনি গুয়ার্দিওলার।
নেশন্স লিগে চলতি মাসে গ্রিস ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। ম্যাচ দুটির জন্য দলে ২৯ বছর বয়সী সিটি ফুটবলার গ্রিলিশকে রেখেছেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি।
সিটির হয়ে গত ২০ অক্টোবর উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে সবশেষ খেলেন গ্রিলিশ। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। সাম্প্রতিক সময়ে কয়েক দফায় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।
গ্রিলিশকে দলে নেওয়ার পক্ষে বৃহস্পতিবার ব্যাখ্যা দিয়ে কার্সলি বলেন, ‘কয়েকদিন হলো অনুশীলনে ফিরেছে সে।’ দলের সঙ্গে যোগ দিলে তার অবস্থা মূল্যায়ন করা হবে।
অনুশীলনে ফিরলেও গ্রিলিশকে এখনই ম্যাচ খেলার জন্য তৈরি মনে করছেন না গুয়ার্দিওলা। প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে তাই তাকে দলে রাখেননি সিটি কোচ। এই পরিস্থিতিতে কার্সলির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
“জাতীয় দলগুলো সবসময় এই সময়ে খেলে। আর খেলোয়াড়রা যদি ফিট থাকে এবং দুই, তিন বা চার সপ্তাহ ধরে কোনো অস্বস্তিতে না ভোগে, তাহলে আমি সবসময় তাদেরকে (দেশের হয়ে খেলতে) যেতে দিতে পারলে খুশি হই।”
“তবে, গত ১৭ দিনে সে একবারও অনুশীলন করেননি। আজ প্রথম ছিল এবং ২০ মিনিট অনুশীলন করেছে। এটাই বাস্তবতা। হ্যাঁ, সে গত দুই দিন ধরে কয়েক মিনিটের জন্য জিমে কাজ করেছে…তবে তাকে স্কোয়াডে রাখার সিদ্ধান্তটা ইংল্যান্ড কোচের।”
কার্সলির সঙ্গে গ্রিলিশকে নিয়ে কথা হয়নি গুয়ার্দিওলার। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ও সিটির মেডিকেল বিভাগের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা, সেটাও জানেন না তিনি। গ্রিলিশকে অবশ্য উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন গুয়ার্দিওলা। জাতীয় দলে যেতে চান এই ফুটবলার। তবে, এখনই তাকে ইংল্যান্ড দলে ডাকা পছন্দ হয়নি সিটি কোচের।
“তারা যাকে ইচ্ছা দলে নিতে পারে। জ্যাক দুই বা তিনবার চোটে পড়েছে এবং এখনও সে তার ছন্দ খুঁজে পায়নি।”
চলতি মৌসুমে গ্রিলিশ এখন পর্যন্ত সিটির হয়ে ম্যাচ খেলেছেন কেবল ১০টি। দুটি অ্যাসিস্ট করলেও গোলের দেখা পাননি। গত মৌসুমে ছন্দহীন পারফরম্যান্সের কারণে ২০২৪ ইউরোতে গ্রিলিশকে দলে রাখেননি ইংল্যান্ডের ওই সময়ের কোচ গ্যারেথ সাউথগেট।