৫৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল।
Published : 25 Sep 2024, 08:48 PM
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর হার মানলেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে বুধবার ৫৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
কিডনির গুরুতর সমস্যাজনিত কারণে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ডায়ালাইসিসে কিডনি সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে এলেও চলতি মাসের শুরুতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই সাংবাদিক।
তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে লাল সবুজ পত্রিকা দিয়ে ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন অঘোর। আজকের কাগজ, ভোরের কাগজের মতো পত্রিকায়ও কাজ করেন তিনি।
একসময় টেলিভিশন সাংবাদিকতায় নাম লেখান অঘোর। চ্যানেল আই ও দীপ্ত টিভিতে দীর্ঘদিন কাজ করার পর সবশেষ এটিএন নিউজে যোগ দেন তিনি। এটিএন নিউজের ডিজিটাল ও নিউ মিডিয়ায় বার্তা সম্পাদক হিসেবে সবশেষ কর্মরত ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেক ঘটনার সাক্ষী হওয়া এই সাংবাদিক।
এর বাইরে বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে অতিথি লেখক হিসেবে নিয়মিত কলাম লিখতেন অঘোর।
২০১৭ সালে পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি৷
এটিএন নিউজ কার্যালয়, বাংলাদেশ হ্যান্ডবল স্টেডিয়াম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শ্রদ্ধা জানানো শেষে পোস্তগোলা শ্বশানঘাটে অঘোরের শেষকৃত্য সম্পন্ন হবে।