চ্যাম্পিয়ন্স লিগ
অ্যাস্টন ভিলার বিপক্ষে নিজেদের ফেভারিট মানতে রাজি নন পিএসজি কোচ লুইস এনরিকে।
Published : 08 Apr 2025, 07:35 PM
সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে অনেকেই পিএসজিকে ফেভারিট হিসেবে দেখছেন। তাদের মধ্যে নেই ফরাসি চ্যাম্পিয়নদের কোচ লুইস এনরিকে। তার মতে ফুটবলে ফেভারিট বলতে কিছু নেই।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি। এর আগের দিন সংবাদ সম্মেলনে ফেভারিট তত্ত্ব উড়িয়ে দিলেন স্প্যানিশ কোচ এনরিকে।
“লিভারপুলের বিপক্ষে (শেষ ষোলোয়) বাজিকররা বলেছিল, আমাদের কোনো সুযোগ নেই। ফুটবলে, ফেভারিট ব্যাপারটা নেই।”
“এখানে থাকা প্রাপ্য বলেই কোয়ার্টার-ফাইনালে এই আট দল আছে। মাঠের লড়াইয়ে আমরা জেতার যোগ্য, তবে এর জন্য যা করণীয় তা আমাদের করতে হবে।”
কোচের সঙ্গে একমত পিএসজি ফরোয়ার্ড দিজিরে দুয়ে।
“থাকার যোগ্য বলেই অ্যাস্টন ভিলা এখানে আছে। আমি মনে করি না, ফেভারিট নিয়ে কথা বলা ভালো কিছু। অ্যাস্টন ভিলা ভালো খেলোয়াড়দের নিয়ে খুব ভালো একটি দল।”
২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত পিএসজির কোচ ছিলেন উনাই এমেরি। লম্বা সময় পর প্যারিসে আসছেন অ্যাস্টন ভিলা কোচ। তার প্রতি শ্রদ্ধার কমতি নেই এনরিকের।
“তিনি অসাধারণ একজন কোচ। অ্যাস্টন ভিলা দারুণ একটি দল। গত দুই বছরে দলটি অনেক এগিয়েছে, এর কৃতিত্ব উনাই এমরির।”
“অ্যাস্টন ভিলা আমাদের মতোই একটি দল, যাদের বহু খেলোয়াড় আছে যারা অনেক পজিশনে খেলতে পারে। এটা জানা খুব কঠিন যে, কে খেলবে। বিশেষ করে শীতকালীন দলবদলের পর, যেখানে তারা দারুণভাবে শক্তি বাড়িয়ে নিয়েছে। দুই দলের জন্যই এটি হবে একটি উন্মুক্ত ও কঠিন লড়াই।”
ফ্রান্সের শীর্ষ লিগে নিজেদের ত্রয়োদশ শিরোপা জেতার তিন দিন পর মাঠে নামছে পিএসজি। এনরিকে আশাবাদী, মাঠে মনোযোগ হারাবে না তার দল।
“আমি মনে করি, আমরা পিএসজির দারুণ সংস্করণই দেখতে থাকব। আমরা একইভাবে খেলতে থাকব। সেই একই কিংবা তারও বেশি তীব্রতা নিয়ে।”