শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে হার এড়িয়েছে অস্কার ব্রুসনের দল।
Published : 23 Feb 2024, 06:52 PM
মহান একুশে ফেব্রুয়ারির ছোঁয়া থাকল রাকিব-রবিনিয়োদের জার্সিতে। নামগুলো ইংরেজির বদলে লেখা বাংলায়। বুকের দিকে শহীদ মিনারের ছবি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর এমন আবহে ম্যাচ শুরু করল বসুন্ধরা কিংস। ম্যাচের শেষটা অবশ্য তাদের জন্য সুখের হলো না। পয়েন্ট ভাগাভাগি করল অস্কার ব্রুসনের দল।
কিংস অ্যারেনায় শুক্রবার প্রিমিয়ার লিগ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ১-১ ড্র করে কিংস। লম্বা একটা সময় ১০ জন নিয়ে খেলে শিরোপাধারীরা।
৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষেই আছে শিরোপাধারীরা। ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ধুঁকতে থাকা শেখ রাসেল।
একটু ধীরলয়ে শুরু হওয়া ম্যাচের পঞ্চদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় কিংস। বক্সের ভেতর থেকে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর জোরাল শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক মিতুল মারমা।
পাল্টা আক্রমণে কিংসের সামনে আবারও সুযোগ আসে ২৬তম মিনিটে। এবার মিগেল ফিগেইরা দামাশেনোর পাস ধরে বক্সের ভেতর থেকে রাকিব হাসানের শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে।
৪২তম মিনিটে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দশের জনের দলে পরিণত হয় কিংস। বলের লড়াই ছাড়াই শেখ রাসেলের ডিফেন্ডার গানিউ আতান্দাকে মাথা দিয়ে আঘাত করে বসেন দোরিয়েলতন। সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে লালকার্ড দেন রেফারি। প্রতিক্রিয়া দেখিয়ে আতান্দাও দেখেন হলুদ কার্ড।
একটু পরই সেরা সুযোগ নষ্ট হয় শেখ রাসেলের। কোডাই লিডার পাস পেয়ে সুমন রেজার শট পোস্ট ঘেঁষে যায় বাইরে। বিরতির আগ মুহূর্তে রবসন দি সিলভা রবিনিয়োর ফ্রি কিক ফিরে আসে পোস্ট কাঁপিয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আচমকাই গোল হজম করে বসে কিংস। রবিনিয়োর কাছ থেকে বল কেড়ে নিয়ে সুমন একটু এগিয়ে পাস দেন লিডাকে। এক পায়ে নিয়ন্ত্রণে নিয়ে আরেক পায়ের টোকায় জাল খুঁজে নেন এই জাপানি মিডফিল্ডার।
গোলের জন্য মরিয়া কিংস সমতা ফেরায় ৬৭তম মিনিটে। রবিনিয়োর ব্যাক হিলে দামাশেনোর জোরাল শট ফেরালেও গ্লাভসে জমাতে পারেননি মিতুল। আলগা বল ঠাণ্ডা মাথায় ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রাকিব। লিগে এই ফরোয়ার্ডের গোল হলো ৬টি।
উজ্জীবিত কিংস এগিয়ে যেতে পারত ৮২তম মিনিটে। রবিনিয়োর জোরাল শট মিতুল পড়িমরি করে ফেরানোর পর বক্সেই পেয়ে যান রাকিব। দলকে হতাশ করে তিনি শট নেন গোলরক্ষক বরারবর।
ছয় মিনিট পর সেরা সুযোগ নষ্ট করেন সুলেমানে ল্যান্ড্রি। কিংসের ডিফেন্ডার তপু বর্মনের ব্যাক পাসে ছিল না গতি। ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রণ নেওয়া ল্যান্ড্রি গতি দিয়ে বিশ্বনাথ ঘোষকে পেছনে ফেলে ছুটছিলেন। পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর মাথার উপর দিয়ে বুরুন্ডির এই ফরোয়ার্ডের নেওয়া শট যায় ক্রসবারের উপর দিয়ে।
দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
স্যামুয়েল কোন্নের গোলে ২০তম মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৪০তম মিনিটে ইগর লেইতে সমতা ফেরানোর পর ৬৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন শোকরুকবেক খোলমাতোভ। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শেখ জামাল। ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।