কাবাডি
প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়া বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে পারল না ধারাবাহিকতা ধরে রাখতে।
Published : 23 Feb 2025, 07:28 PM
দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে কাবাডিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরাল নেপাল।
পল্টন স্টেডিয়ামে রোববার বাংলাদেশকে ৪৫-৪২ পয়েন্টে হারায় নেপাল। প্রথম ম্যাচে সফরকারীদের বিপক্ষে ৫৩-২৯ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
দুই ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ সমতা।
এদিন ম্যাচ শুরুর পর প্রথম পয়েন্ট তুলে নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দেয় নেপাল। জমজমাট লড়াইয়ের পর ২৪-২৪ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধেও লড়াই চলতে থাকে সমানতালে। একসময় স্কোরলাইন ছিল ৩৮-৩৮। সেখান থেকে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় নেপাল। এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়ালে এক পর্যায়ে স্কোরলাইন হয় ৪২-৪২। কিন্তু শেষ দিকের ঝলকে সফরকারীরা জয় তুলে নেয়।
একই ভেন্যুতে আগামী মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় শুরু হবে তৃতীয় ম্যাচ।