আন্তর্জাতিক ফুটবল
নিজের ক্যারিয়ারকে যতদূর সম্ভব টেনে নিতে চান ৩১ বছর বয়সী ইংলিশ তারকা স্ট্রাইকার।
Published : 09 Sep 2024, 11:08 PM
আর মাস কয়েক পরেই ৪০ বছর পূর্ণ হবে ক্রিস্তিয়ানো রোনালদোর। এই বয়সেও মাঠে ছুটে চলেছেন তিনি। বয়সের ভারে গতি কিছুটা কমলেও, পারফরম্যান্সে তেমন একটা ভাটা পড়েনি। তারকা এই ফুটবলারকে দেখে অনুপ্রেরণা পাচ্ছেন হ্যারি কেইন; নিজের ক্যারিয়ারকে যতদূর সম্ভব টেনে নিতে চান ইংলিশ তারকা স্ট্রাইকার।
উয়েফা নেশন্স লিগে মঙ্গলবার ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এদিন মাঠে নামলেই কাঙ্ক্ষিত এক মাইলফলকে পা রাখবেন কেইন, জাতীয় দলের হয়ে এটি হবে তার শততম ম্যাচ। দেশটির পুরুষ খেলোয়াড়দের মধ্যে সবশেষ ওয়েইন রুনি এই কীর্তি গড়েছিলেন, ২০১৪ সালের নভেম্বরে।
ইংল্যান্ডের হয়ে দশম ফুটবলার হিসেবে ম্যাচ খেলার সেঞ্চুরি করবেন কেইন। ফিনল্যান্ড ম্যাচ সামনে রেখে আগের দিন রোনালদোর প্রসঙ্গ টেনে আরও অনেক দিন শীর্ষ পর্যায়ে খেলে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
“শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই আমি দারুণ বোধ করছি, ক্যারিয়ারের শীর্ষ অবস্থানে আছি। অন্য খেলোয়াড়দের দেখে, রোনালদোকে ৯০১তম গোল করতে দেখে, ৩৯ বছর বয়সে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখে যতদিন সম্ভব খেলে যেতে অনুপ্রাণিত বোধ করছি।”
“আমি এই খেলাকে ভালোবাসি, যেকোনো কিছুর চেয়ে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করতে ভালোবাসি এবং খুব শীঘ্রই এর ইতি টানতে চাই না। ব্যক্তিগতভাবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের খেলার উন্নতি করে ইংল্যান্ড ও ক্লাবের জার্সিতে খেলা চালিয়ে যাওয়া।”
রোববার স্কটল্যান্ডের বিপক্ষে পর্তুগালের জয়ে ক্যারিয়ারে ৯০১তম গোলটি করেন আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ গোলদাতা রোনালদো।
ইংল্যান্ড জাতীয় দলে ২০১৫ সালে অভিষেক হয় কেইনের, সেই থেকে দেশের হয়ে মোট ৯৯ ম্যাচ খেলে ৬৬ গোল করেছেন তিনি। ক্লাব ফুটবলেও করেছেন অনেক গোল, কিন্তু এখন পর্যন্ত কোনো শিরোপার স্বাদ পাননি বর্তমানে বায়ার্ন মিউনিখে খেলা এই ফরোয়ার্ড।
“আমি আরও কিছুর জন্য ক্ষুধার্ত। নিজের সীমা ছাড়িয়ে যেতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।”
ঘরের মাঠে ‘বি’ লিগের ২ নম্বর গ্রুপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কেইনকে শততম ম্যাচের অর্জন উপলক্ষে বিশেষ সম্মাননা জানাবে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। তাকে উপহার দেবে একটি সোনার ক্যাপ।