কিলিয়ান এমবাপে থাকলে নিশ্চিতভাবেই ইতালিকে বিপদে ফেলতে পারত, বলছেন এই গোলকিপার।
Published : 17 Nov 2024, 11:11 AM
গোলকিপার হিসেবে প্রতিপক্ষের যাকে নিয়ে সবচেয়ে বেশি দুর্ভাবনায় থাকার কথা, সেই ফরোয়ার্ডই নেই দলে! ফ্রান্সের স্কোয়াডে কিলিয়ান এমবাপের নাম না দেখে কিছুটা বিস্মিতই হয়েছেন জানলুইজি দোন্নারুম্মা। তাই বলে অবশ্য নির্ভার হয়ে যাচ্ছেন না ইতালির গোলকিপার। তিনি তুলে ধরলেন ফান্সের বিকল্প ফরোয়ার্ডদের কথাও।
নেশন্স লিগের চলতি রাউন্ডের দুই ম্যাচের স্কোয়াডে এমবাপেকে রাখেননি ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম। আগের রাউন্ডে এই ফরোয়ার্ড খেলতে পারেননি ঊরুর চোটের কারণে। এবার তাকে দলে না রাখার কারণ পরিষ্কার করে কিছু বলেননি কোচ।
এমবাপেকে ছাড়া খেলতে নেমে আগের ম্যাচে ইসরায়েলের সঙ্গে ড্র করেছে ফ্রান্স। রোববার তারা মুখোমুখি হবে ইতালির।
‘এ’ লিগের দুই নম্বর গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স ও ইতালি। এই ম্যাচের ফলাফল দিয়ে নির্ধারিত হবে গ্রুপের শীর্ষস্থান।
এই লড়াইয়ে ইতালির জন্য মাথাব্যথার কারণ হতে পারতেন এমবাপে, ম্যাচের আগের দিন বললেন দোন্নারুম্মা।
“তাদের স্কোয়াডে কাকে বেছে নেওয়া হচ্ছে, আমার তা জানা নেই। জানি না, কী হয়েছে (এমবাপের ক্ষেত্রে), তবে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এক অনুপস্থিতি। কিলিয়ানকে আমি ভালো করেই চিনি। বিশ্বের সেরাদের একজন সে এবং সে থাকলে আমাদেরকে ঝামেলায় ফেলতে পারত।”
তবে ফ্রান্সের দলটির শক্তির গভীরতা তিনি ভালো করেই জানেন। ক্লাব ফুটবলে পিএসজির হয়ে খেলেন তিনি। ফ্রান্সের ফুটবলারদের সম্পর্কে ধারণাও তার প্রচুর। আক্রমণভাগে যে বিকল্পের অভাব তাদের নেই, তা জানেন ইতালির গোলকিপার। তিনি নিজেই বললেন তার তিন ক্লাব-সতীর্থের কথা।
“ওদের অন্য অনেক ভালো ফুটবলার আছে। তাদেরকেও খুব ভালো করে জানি আমি, সবাই দারুণ মানসম্পন্ন। বার্কোলা, কোলো মুয়ানি, জাইয়ে-এমেরির মতো দারুণ সব স্ট্রাইকার আছে, তারা আমার সঙ্গে খেলে (ক্লাবে)। বার্কোলা তো অবিশ্বাস্য এক প্রতিভা। কাজেই এমন সব বিকল্প ফুটবলার তাদের আছে, যারা আমাদের বিপাকে ফেলতে পারে।”
পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে এখনও পর্যন্ত অপরাজিত থাকা ইতালি। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স।