ইংলিশ ফুটবল
টটেনহ্যাম হটস্পার ছেড়ে ক্রিস্তিয়ান রোমেরো রেয়াল মাদ্রিদ কিংবা আতলেতিকো মাদ্রিদে যেতে পারেন বলে গুঞ্জন আছে।
Published : 22 Apr 2025, 09:59 PM
আর্জেন্টিনা ও ইতালির পর এখন ইংলিশ ফুটবলে খেলছেন ক্রিস্তিয়ান রোমেরো। সামনে স্প্যানিশ ফুটবলের স্বাদ নিতে চান তিনি। তাই একদিন লা লিগার কোনো ক্লাবে খেলার স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলছেন রোমেরো। ২০২৭ সালের জুন পর্যন্ত দলটির সঙ্গে চুক্তি আছে তার তার। মেয়াদ এখনও দুই বছর বাকি থাকলেও, উত্তর লন্ডনের ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা বেড়েই চলছে।
টটেনহ্যাম ছেড়ে আসছে গ্রীষ্মে স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদ কিংবা আতলেতিকো মাদ্রিদে তার পাড়ি জমানোর গুঞ্জনও রয়েছে। এসবের মাঝেই আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি’কে ২৬ বছর বয়সী রোমেরো বললেন লা লিগায় খেলার ইচ্ছার কথা।
“লা লিগা একমাত্র লিগ যেখানে আমার খেলা বাকি। সত্যি বলতে, (সেখানে খেলতে পারলে) আমি খুশি হব। আমি সেখানে খেলতে চাই, কারণ এই লিগে খেলাকে আমি মিস করছি।”
স্বদেশের ক্লাব আতলেতিকো বেলগ্রানোয় পেশাদার ক্যারিয়ার শুরুর পর ধারে ইতালির দল জেনোয়া ও আতালান্তায় খেলেন রোমেরো। ২০২১ সালে ধারে টটেনহ্যামে আসেন তিনি। পরের বছর তাকে পাকাপাকিভাবে কিনে নেয় ইংলিশ ক্লাবটি। সব মিলিয়ে দলটির জার্সিতে এই নিয়ে চতুর্থ মৌসুম খেলছেন তিনি।
চোটের কারণে চলতি মৌসুমে নিয়মিত হতে পারেননি রোমেরো। সব প্রতিযোগিতা মিলিয়ে কেবল ২৩ ম্যাচ খেলেছেন এই সেন্টার-ব্যাক।
আর্জেন্টিনার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী রোমেরো সোমবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া লিগ ম্যাচে টটেনহ্যামের শুরুর একাদশে ছিলেন। প্রথমার্ধ শেষে তাকে আর নামাননি কোচ।
টটেনহ্যাম ছাড়া নিয়ে এখনও নিশ্চিত নন দুটি কোপা আমেরিকা শিরোপা জয়ী রোমেরো। তবে সব দুয়ারই খোলা রাখার কথা বললেন তিনি।
“সত্যিটা হচ্ছে, আমি এখনও আমার প্রতিনিধির সঙ্গে কথা বলিনি। তবে আমি যে কোনো কিছুর জন্য উন্মুক্ত। আমি সবসময় উন্নতির কথা ভাবি, সেটার জন্য নতুন জায়গায় যাওয়ার কথাও ভাবি। তবে আমি এখনই এটা নিয়ে কথা বলতে চাই না, কারণ মৌসুমের কয়েক মাস বাকি আছে।”
“সর্বোপরি, আমি বর্তমান নিয়ে থাকার চেষ্টা করি। চ্যাম্পিয়নশিপ শেষ হতে প্রায় দুই মাস বাকি এবং আমার ভাবনায় সবসময় সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতা করা, সম্ভাব্য সেরা উপায়ে শেষ করার চেষ্টা থাকে।”
চলতি মৌসুমে ৩৩ ম্যাচে কেবল ১১টি জিতে প্রিমিয়ার লিগে ১৬তম স্থানে আছে টটেনহ্যাম। লিগে তাদের পরের ম্যাচ শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে, আগামী রোববার।